উন্নয়ন কাজ শেষ হলে এবং আগের সুপারিশমালা বাস্তবায়ন হলে যানজটের অবস্থা উন্নতি করা সম্ভব হবে।সোমবার (৩১ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এমনটি জানিয়েছেন ডিএমপির নবনিযুক্ত কমিশনার খন্দকার গোলাম ফারুক।
তিনি বলেন, রাজনীতির বিষয়ে পুলিশের কোনো মাথাব্যথা নেই। তবে রাজনীতির নামে ফৌজদারি অপরাধ করলে তা দমন করা হবে বলে হুঁশিয়ার করেন তিনি।
মিট দ্য প্রেসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, রাজনৈতিক মিছিল-মিটিং রাজনৈতিক দলের অধিকার। নিবন্ধিত দলের এ ধরনের কর্মসূচি পালনে বাধা নেই। তবে রাজনৈতিক কর্মসূচির নামে জ্বালাও পোড়াও বা বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। এগুলো ফৌজদারি অপরাধ। ধারা অনুযায়ী এ ধরনের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।