শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘বিমানের টিকিটের দাম বাড়ানোর সুযোগ আর নেই’ এবার মোদিকে যে সতর্কবার্তা দিলেন ট্রাম্প যারা হত্যা-লুটপাটে জড়িত নন, তাদের রাজনীতিতে বাধা নেই: রিজভী ঈদের আগেই ক্রেতাশূন্য বাজার, চালের সঙ্গে মুরগিও চড়া বিমসটেক সম্মেলনের ফাঁকে ইউনূস-মোদি বৈঠকের উদ্যোগ ঝলমলে আলোকসজ্জায় ফুটে উঠেছে ঈদের আমেজ আ. লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক: আসিফ মাহমুদ আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না: জামায়াত আমির আওয়ামী লীগকে পুনর্বাসনে চাপ দেওয়া হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ চীনের সঙ্গে যুদ্ধের গোপন পরিকল্পনা আমেরিকার গাজায় ৩ দিনে নিহত প্রায় ৬০০, চলছে স্থল অভিযান ইসরায়েলে হামাসের রকেট হামলা, তেল আবিবে সাইরেন এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী একরেমকে গ্রেপ্তারের পর উত্তাল তুরস্ক বাড়ছে বিক্ষোভ, নিরাপত্তা প্রধানকে সরিয়ে দিলেন নেতানিয়াহু শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় ব্রাজিলের

রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার কাজে আসবে না

অনলাইন ডেস্ক
আপডেট : জানুয়ারি ১, ২০২৫
রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার কাজে আসবে না

মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত না হলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কার নাকি নির্বাচন এ নিয়ে প্রশ্ন তোলার পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে বলে মনে করেন তিনি। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তব্যে এসব জানান তারেক রহমান। এসময় দেশবাসীকে ধৈর্য্য ধরার আহ্বান জানান তিনি।

প্রতিষ্ঠার ৪৬তম বার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর ইঞ্জিনিার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনাসভা করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আলোচনাসভায় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সবসময় রাজপথে সক্রিয় ছিল ছাত্রদল। দেশবিরোধী সকল চক্রান্ত রুখতে ছাত্রদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নানা চড়াই উৎড়াই পেরিয়ে সকলের প্রিয় সংগঠনে পরিণত হয়েছে ছাত্রদল। কোনো হঠকারী সিদ্ধান্ত যাতে গণঅভ্যুত্থানের আকাঙ্খা বিনষ্ট না করে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে মানুষের সমস্যা উপেক্ষিত হলে জনগন ফুঁসে উঠতে পারে। ভবিষ্যত নেতৃত্ব তৈরিতে লেখাপড়ার পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীদের কল্যাণমূলক কর্মাকাণ্ডে যুক্ত থাকার আহ্বান জানান তারেক রহমান।

এরআগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি’র সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। এসময় গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার আন্দোলন সফল করতে রাজপথে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্র নেতারা।


এ বিভাগের অন্যান্য সংবাদ