মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত না হলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কার নাকি নির্বাচন এ নিয়ে প্রশ্ন তোলার পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে বলে মনে করেন তিনি। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তব্যে এসব জানান তারেক রহমান। এসময় দেশবাসীকে ধৈর্য্য ধরার আহ্বান জানান তিনি।
প্রতিষ্ঠার ৪৬তম বার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর ইঞ্জিনিার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনাসভা করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আলোচনাসভায় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সবসময় রাজপথে সক্রিয় ছিল ছাত্রদল। দেশবিরোধী সকল চক্রান্ত রুখতে ছাত্রদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নানা চড়াই উৎড়াই পেরিয়ে সকলের প্রিয় সংগঠনে পরিণত হয়েছে ছাত্রদল। কোনো হঠকারী সিদ্ধান্ত যাতে গণঅভ্যুত্থানের আকাঙ্খা বিনষ্ট না করে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে মানুষের সমস্যা উপেক্ষিত হলে জনগন ফুঁসে উঠতে পারে। ভবিষ্যত নেতৃত্ব তৈরিতে লেখাপড়ার পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীদের কল্যাণমূলক কর্মাকাণ্ডে যুক্ত থাকার আহ্বান জানান তারেক রহমান।
এরআগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি’র সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। এসময় গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার আন্দোলন সফল করতে রাজপথে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্র নেতারা।