রাজশাহীতে ঈদুল ফিতরের নামাজের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঈদগাহে কোন নামাজ অনুষ্ঠিত হয়নি এবার। নগরীর কেন্দ্রীয় ঈদগাহসহ কোন ঈদগাহে বৃষ্টির কারণে নামাজ পড়তে পারেননি মুসল্লিরা। ভোর ৫টা থেকে পশ্চিম দিক থেকে শুরু হওয়া কালবৈশাখী ঝড় ও সঙ্গে ভারি বৃষ্টি এ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যায় প্রায় ঘণ্টাখানেক ধরে। এর পরও বেলা সাড়ে ৮টা পর্যন্ত চলে ঝিরিঝিরি বৃষ্টি। ফলে ঈদগাহগুলো নামাজ আদায়ের অনুপোযোগী হয়ে পড়ে।
সকাল ৮টা ও সকাল ৯টায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এখানে। এছাড়া সাহেব বাজার বড় মসজিদ, বিশ্ববিদ্যালয় জামে মসজিদ, রুয়েট জামে মসজিদে নামাজ অনুষ্ঠিত হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খারুজ্জামান লিটন সকাল সাড়ে ৮টায় নগরীর কাদিরগঞ্জ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। এদিকে করোনার ধকল কাটিয়ে ২ বছর পর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বৃষ্টির কারণে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত করতে না পারায় দুঃখ প্রকাশ করেছে। তারা বলছে বিপুল অর্থ ব্যয় করে নগরীতে বহু ঈদগাহ সাজানো হয়েছিলো ঈদের নামাজ পড়ার জন্য। কিন্তু ঝড়ে সব ভেঙে গেছে। এদিকে ২ বছর পরও ঈদগাহে নামাজ আদায় না করতে পেরে আক্ষেপ করেছেন মুসল্লিরা।