রাজশাহীর পবা উপজেলায় দুই মোটরসাইকেল ও মাটিবাহী ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে এক শিশুসহ তিন জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত একজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
উপজেলার নওহাটা এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, রোববার সকালে নওহাটা এলাকায় প্রথমে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এরপর মোটরসাইকেল দুটিকে চাপা দেয় একটি ট্রাক্টর। এতে ঘটনাস্থলে শিশুসহ দুজন মারা যান। এ ছাড়া আহত হন আরও দুজন।
ওসি জানান, পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে এক নারীর মৃত্যু হয়। আহত অন্যজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতদের মধ্যে আব্দুল মান্নান (৪৮) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা। তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। ঘটনাস্থলে মারা গেছে আরেক কন্যা শিশু। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়েছে ওই শিশুর মাকে। হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন শিশুটির বাবা।