রাত ৮টার পর দোকানপাট বন্ধ না করলে বিদ্যুৎ বিচ্ছিন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:৫২ অপরাহ্ণ, সোমবার, ১৮ জুলাই ২০২২ ৩০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎ সংকট মোকাবিলায় রাত আটটার পর দোকানপাট বন্ধ রাখার কথা জানিয়েছে সরকার। যদি কেউ এ নির্দেশনা অমান্য করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে রাত ৮টার পর দোকানপাট, শপিংমল খোলা থাকলে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাত ৮টার পর থেকে সব ধরনের দোকানপাট, শপিংমল, আলোকসজ্জা বন্ধ থাকবে। যদি কেউ এ নির্দেশনা অমান্য করে তাহলে আমরা তাদের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেব। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এক ঘণ্টা করে এলাকাভিত্তিক লোডশেডিং হবে। এক ঘণ্টায় যদি বিদ্যুতের ঘাটতি মোকাবিলা করা সম্ভব না হয় তাহলে দুই ঘণ্টা করে লোডশেডিং বাস্তবায়ন করা হবে।

এ সময় তিনি বিদ্যুৎ সাশ্রয়ে মসজিদে শুধু নামাজের সময় এসি চালানোর অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

রাত ৮টার পর দোকানপাট বন্ধ না করলে বিদ্যুৎ বিচ্ছিন্ন

আপডেট সময় : ১১:০৬:৫২ অপরাহ্ণ, সোমবার, ১৮ জুলাই ২০২২

বিদ্যুৎ সংকট মোকাবিলায় রাত আটটার পর দোকানপাট বন্ধ রাখার কথা জানিয়েছে সরকার। যদি কেউ এ নির্দেশনা অমান্য করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে রাত ৮টার পর দোকানপাট, শপিংমল খোলা থাকলে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাত ৮টার পর থেকে সব ধরনের দোকানপাট, শপিংমল, আলোকসজ্জা বন্ধ থাকবে। যদি কেউ এ নির্দেশনা অমান্য করে তাহলে আমরা তাদের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেব। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এক ঘণ্টা করে এলাকাভিত্তিক লোডশেডিং হবে। এক ঘণ্টায় যদি বিদ্যুতের ঘাটতি মোকাবিলা করা সম্ভব না হয় তাহলে দুই ঘণ্টা করে লোডশেডিং বাস্তবায়ন করা হবে।

এ সময় তিনি বিদ্যুৎ সাশ্রয়ে মসজিদে শুধু নামাজের সময় এসি চালানোর অনুরোধ জানান।