সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্গতিনাশিনী দেবীকে বিদায় জানালেন ভক্তরা জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত পুলিশ ছাড় পাবে না: উপদেষ্টা নাহিদ দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ রোনালদোর গোল, পর্তুগালের টানা তৃতীয় জয় ২৩ অক্টোবরের মধ্যে হজের নিবন্ধন করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের শুধু ছাত্রদের আন্দোলনে আলাদা ক্রেডিট দেয়ার সুযোগ নেই : গয়েশ্বর আওয়ামী লীগের বিচার হবে তাঁদের করা আইনেই: জামায়াতের আমির অশ্রুসিক্ত নয়নে দুর্গাকে বিদায় পশ্চিবঙ্গের মানুষের সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যা পাকিস্তানে দুই গোত্রের সহিংসতায় নিহত ১১ লেবাননের গ্রামে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ঠেকাল হিজবুল্লাহ সৌদি আরব ও আমিরাতের কাছে আমেরিকার আরও অস্ত্র বিক্রি অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

রানওয়ে থেকে ছিটকে দুমড়ে মুচড়ে গেল কোরিয়ান বিমান, প্রাণে বাঁচল সবাই

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ২৪, ২০২২
রানওয়ে থেকে ছিটকে দুমড়ে মুচড়ে গেল কোরিয়ান বিমান, প্রাণে বাঁচল সবাই

ফিলিপাইনে একটি কোরিয়ান বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে গেছে। তবে ভাগ্য গুনে ওই বিমানের সব আরোহী প্রাণে বেঁচে ফিরেছেন এবং এ ঘটনায় কেউ আহত হয়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে আবহাওয়া খারাপ থাকায় এ দুর্ঘটনা ঘটে। বিমানটিতে ১৭৩ জন আরোহী ছিল। খবর আল জাজিরা।

স্থানীয় সময় রোববার (২৪ অক্টোবর) ফিলিপাইনের ম্যাটান দ্বীপের কেন্দ্রী কেবু রাজ্যের বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বিমানটিতে ১১ জন ক্রু এবং ১৬২ জন যাত্রী ছিল। বিমানটির ফ্লাইট নম্বর কেই-৬৩১। আবহাওয়া খারাপ থাকায় জরুরী অবতরণ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে দুর্ঘটনা ঘটলেও সব আরোহীরা নিরাপদ আছেন। তাদের উন্মুক্ত স্থানে রাখা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) বিমানটি বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হয়। কারণ ওই বিমানটি রানওয়ে থেকে ছিটকে বিমানবন্দরের ঘাসের মধ্যে পড়ে আছে।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় বিমানটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দুর্ঘটনার পর থেকে প্রায় ৫০টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

কোরিয়ান বিমান সংস্থার প্রধান ও কী হং এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। দুর্ঘটনার বিষয়টি আমরা অতি গুরুত্বের সঙ্গে নিয়েছি।


এ বিভাগের অন্যান্য সংবাদ