শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের চোখ আটকে আছে – ৩০৮! তিন পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান ড. ইউনূসের আগামী মঙ্গলবার নিউইয়র্ক যাবেন প্রধান উপদেষ্টা পূর্বাঞ্চলের বন্যায় ২০ কোটি টাকার ত্রাণ বিতরণ করেছে বিএনপি গাছ কাটা থেকে পরীক্ষা সবখানেই রূপার ভাগ রাঙামাটিতে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি ‘ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়ারা কোথায়’ বিএনপির ত্রাণ তহবিলে এখনও ৭ কোটি টাকা জমা রয়েছে : ডা. জাহিদ মাধ্যমিক পর্যায়ে এখনো ৩৩ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ছে! কার্যকর ব্যবস্থা না নিলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা: পুলিশ হেডকোয়ার্টার্স শামীম হত্যা: জাবির ৮ শিক্ষার্থীর নামে মামলা খাগড়াছড়িতে দুপক্ষের সংঘর্ষে নিহত ৩, ১৪৪ ধারা জারি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৪০

রানিংমেট ওয়ালজকে নিয়ে কমলা হ্যারিসের প্রচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : আগস্ট ৭, ২০২৪
রানিংমেট ওয়ালজকে নিয়ে কমলা হ্যারিসের প্রচার শুরু

নিজের নিবর্বাচনী প্রচার আগেই শুরু করেছেন ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। এবার রানিংমেট টিম ওয়ালজকে নিয়ে শুরু করলেন প্রচার।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রচারণার শুরুতেই ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন রানিংমেট টিম ওয়ালজ।

গতকাল মঙ্গলবার কমলার রানিংমেট হিসেবে মনোনয়ন পান টিম ওয়ালজ। এর কয়েক ঘণ্টা পরই পেনসিলভেনিয়ায় এক সমাবেশে কমলার সঙ্গে মঞ্চে ওঠেন ওয়ালজ। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট থাকার সময় ট্রাম্পের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। তিনি মোটেও দেশের প্রতি অঙ্গীকারাবদ্ধ ছিলেন না।’

হাজার হাজার সমর্থকদের উদ্দেশে ওয়ালজ বলেন, ‘ট্রাম্প পৃথিবীকে অন্যভাবে দেখেন। তাঁর পৃথিবী শুধু তাঁকে নিয়েই। তিনি নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে, তাঁর মূল কাজ কী, সেটাই জানেন না।’

মিনেসোটার এই গভর্নর ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ‘তিনি নিজ হাতে আমেরিকার অর্থনীতিকে ধ্বংস করেছেন। তাঁর সময়ে দেশে শৃঙ্খলা বলতে কিছু ছিল না। তিনি জাতিকে বিভক্ত করে ফেলেছিলেন।’

দুদিন আগেও সর্বসাধারণের কাছে খুব একটা পরিচিত ছিলেন না টিম ওয়ালজ। তাই নির্বাচনী সমাবেশে গিয়ে প্রথমেই নিজের গল্প শোনাচ্ছেন তিনি। ওয়ালজ বলেন, তিনি এক সময় সামরিক বাহিনীতে কাজ করেছেন। একজন স্কুল শিক্ষক হিসেবেও রয়েছে তাঁর অভিজ্ঞতা। এ ছাড়া তাঁর রাজনৈতিক জীবন সম্পর্কেও কথা বলেন ওয়ালজ।

অন্যদিকে কমলা হ্যারিস তাঁর রানিংমেটকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘ওয়ালজ একজন সন্দেহাতীত দেশপ্রেমিক। তিনি দেশকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নিতে পারবেন, তাতে সন্দেহ নেই। মধ্যবিত্তদের জন্য কাজ করার লক্ষ্যে তিনি একজন পরীক্ষিত যোদ্ধা।’


এ বিভাগের অন্যান্য সংবাদ