নিজের নিবর্বাচনী প্রচার আগেই শুরু করেছেন ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। এবার রানিংমেট টিম ওয়ালজকে নিয়ে শুরু করলেন প্রচার।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রচারণার শুরুতেই ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন রানিংমেট টিম ওয়ালজ।
গতকাল মঙ্গলবার কমলার রানিংমেট হিসেবে মনোনয়ন পান টিম ওয়ালজ। এর কয়েক ঘণ্টা পরই পেনসিলভেনিয়ায় এক সমাবেশে কমলার সঙ্গে মঞ্চে ওঠেন ওয়ালজ। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট থাকার সময় ট্রাম্পের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। তিনি মোটেও দেশের প্রতি অঙ্গীকারাবদ্ধ ছিলেন না।’
হাজার হাজার সমর্থকদের উদ্দেশে ওয়ালজ বলেন, ‘ট্রাম্প পৃথিবীকে অন্যভাবে দেখেন। তাঁর পৃথিবী শুধু তাঁকে নিয়েই। তিনি নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে, তাঁর মূল কাজ কী, সেটাই জানেন না।’
মিনেসোটার এই গভর্নর ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ‘তিনি নিজ হাতে আমেরিকার অর্থনীতিকে ধ্বংস করেছেন। তাঁর সময়ে দেশে শৃঙ্খলা বলতে কিছু ছিল না। তিনি জাতিকে বিভক্ত করে ফেলেছিলেন।’
দুদিন আগেও সর্বসাধারণের কাছে খুব একটা পরিচিত ছিলেন না টিম ওয়ালজ। তাই নির্বাচনী সমাবেশে গিয়ে প্রথমেই নিজের গল্প শোনাচ্ছেন তিনি। ওয়ালজ বলেন, তিনি এক সময় সামরিক বাহিনীতে কাজ করেছেন। একজন স্কুল শিক্ষক হিসেবেও রয়েছে তাঁর অভিজ্ঞতা। এ ছাড়া তাঁর রাজনৈতিক জীবন সম্পর্কেও কথা বলেন ওয়ালজ।
অন্যদিকে কমলা হ্যারিস তাঁর রানিংমেটকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘ওয়ালজ একজন সন্দেহাতীত দেশপ্রেমিক। তিনি দেশকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নিতে পারবেন, তাতে সন্দেহ নেই। মধ্যবিত্তদের জন্য কাজ করার লক্ষ্যে তিনি একজন পরীক্ষিত যোদ্ধা।’