শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

রাফাতে হামলা জোরদার করেছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : মে ১৫, ২০২৪
রাফাতে হামলা জোরদার করেছে ইসরাইল

ইসরাইলি বর্বর হামলা থেকে বাঁচতে গাজার বিভিন্ন এলাকার মানুষ এসে আশ্রয় নিয়েছিল রাফাতে। তবে গাজার দক্ষিণাঞ্চলীয় এই শহরেই ইতোমধ্যেই হামলা জোরদার করেছে ইসরাইলি বাহিনী। এরই জেরে শহরটি ছেড়ে সাড়ে ৪ লাখ মানুষ পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

এছাড়া গাজার উত্তরাঞ্চলে নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন আরও ১ লাখ মানুষ। বুধবার (১৫ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সামরিক বাহিনীর ট্যাংকগুলো দক্ষিণ গাজার রাফা শহরের আরও ভেতরে হামলা শুরু করেছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ সতর্ক করে বলেছে, ‘মানুষ ক্রমাগত ক্লান্তি, ক্ষুধা এবং ভয়ের সম্মুখীন হচ্ছে।’

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, তারা রাফা শহরের পূর্বে ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে অভিযান’ চালিয়ে যাচ্ছে। হামলা শুরু করার আগে নিজেদের নিরাপত্তার স্বার্থে পূর্ব রাফা এবং জাবালিয়া থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। কিন্তু বাস্তবতা হচ্ছে- সাম্প্রতিক দিনগুলোতে যেসব ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন তা গাজার মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশের সমান।


এ বিভাগের অন্যান্য সংবাদ