গাজা উত্তরের পর অনেকদিন ধরে দক্ষিণে অভিযান চালাচ্ছে ইসরায়েল। এবার উপত্যকার মিসর সীমান্তের রাফাহ ক্রসিং অঞ্চলে স্থল অভিযানের ইঙ্গিত মিলেছে। ফিলাডেলফি করিডোর হিসেবে পরিচিত এ বাফার জোনে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরু করলে মিসরে ফিলিস্তিনি শরণার্থীর ঢল দেখা দিতে পারে।
গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট বলেন, ‘খান ইউনিসে আমাদের অভিযান সফলভাবে শেষ হতে চলছে। এখন আমরা রাফাহর দিকে যাব। সেখানে শত্রুদের শেষ করতে হবে।’
এদিন ইসরায়েলের সামরিক বাহিনীর রেডিওতেও প্রায় একই ধরনের একটি খবর প্রচার করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ফিলাডেলফি করিডোরে অভিযান চালাতে মিসরের সঙ্গে ইসরায়েলের কথা হয়েছে। সেখানে শিগগির অভিযান শুরু করবে ইসরায়েলি সেনারা।
এর আগে গেল ২৯ জানুয়ারি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়, ফিলাডেলফি করিডোরে অভিযান নিয়ে আলোচনা করতে মিসরে গেছেন ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেতের পরিচালক রোনেন ব্যার। তিনি মিসরের গোয়েন্দা সংস্থা প্রধান আব্বাস কামেলের সঙ্গে বৈঠক করেছেন।
এ বিষয়ে মিসর সরকার এখনো প্রকাশ্যে কোনো বিবৃতি দেয়নি। তবে ইসরায়েলি রেডিওর দাবির বিরোধীতা করে প্রতিবেদন করেছে মিসরের সংবাদ সংস্থা দ্য আল-কাহিরা নিউজ। আল-কাহিরা নিউজকে মিসরের এক শীর্ষ কর্মকর্তা বলেন, এ ধরনের কোনো চুক্তি হয়নি। হওয়ার কোনো সম্ভাবনাও নেই। কারণ এটি মিসরের নিরাপত্তার জন্য অত্যন্ত স্পর্শকাতর। এ কর্মকর্তা আরও বলেন, ইসরায়েল ফিলাডেলফি করিডোর ফের দখলে নিতে চাইলে দুই দেশের সম্পর্ক হুমকিতে পড়তে পারে। তথ্যসূত্র: আল জাজিরা, রয়টার্স