ইউক্রেন কানাডার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়ার কাছে গ্যাস টারবাইন হস্তান্তর না করতে। জার্মানিকে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করার জন্য রাশিয়ার জন্য এ টারবাইন গুরুত্বপূর্ণ। খবর: রয়টার্স।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে। সে করে কারণে কিয়েভ মনে করে কানাডা রাশিয়াকে গ্যাস টারবাইন দিলে তবে তা হবে নিষেধাজ্ঞার লঙ্ঘন। তাই রাশিয়ার সর্ববৃহৎ জ্বালানি কোম্পানি গ্যাজপ্রমের কাছে কানাডার গ্যাস টারবাইন হস্তান্তরের বিরোধিতা করছে ইউক্রেন।
গ্যাস টারবাইন একটি আবর্তনশীল ইঞ্জিন। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, গ্যাস টারবাইন হস্তান্তরের যে কোনো পদক্ষেপের বিরোধিতা করছে কিয়েভ। রাশিয়াকে যাতে টারবাইন হস্তান্তর না করা হয়, সে জন্য ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গত মাসে কানাডাকে প্রভাবিত করার চেষ্টা করেছেন।
ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় সূত্র বলছে, মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞায় গ্যাস–সংশ্লিষ্ট কোনো সরঞ্জাম রাশিয়াকে দেওয়ার বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে।