বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী : জনপ্রশাসন মন্ত্রণালয় রংধনু গ্রুপের রফিক ও মিজানের ফাঁসির দাবিতে মানববন্ধন না ফেরা পুলিশ সদস্যদের আর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন মামলায় মানিক-সালমান-পলক-মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে আরো ২২ আনসার গ্রেপ্তার, রিমান্ডে ৭ জন পণ্য রপ্তানির আড়ালে ১০০০ কোটি টাকা পাচার বেক্সিমকোর আগস্টের চেয়ে সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু ও রোগী বেড়েছে দ্বিগুণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার: সেনাবাহিনী কী কী করতে পারবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ গাজা যুদ্ধের ইতি টানার আহ্বান জানালেন কমলা পেজার বিস্ফোরণে আরো প্রকট হলো মধ্যপ্রাচ্য সংকট ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়তে ইসরায়েলকে সময় বেঁধে দিচ্ছে জাতিসংঘ ক্রোয়েশিয়ার জালে ব্রাজিলের ৮ গোল

রাশিয়াকে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : আগস্ট ১০, ২০২৪
রাশিয়াকে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেবে ইরান

রাশিয়াকে খুব দ্রুতই শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠাবে বলে জানিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেন যুদ্ধে ব্যবহার করবে রাশিয়া। ইউরোপের দুটি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে ওই দুই গোয়েন্দা সংস্থার নাম প্রকাশ করা হচ্ছে না। সংস্থা দুটি জানিয়েছে, ইরানের স্বল্প পাল্লার ফাত-৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিচালনার জন্য রাশিয়ার কিছু সংখ্যক সেনাবাহিনী তেহেরানে প্রশিক্ষণ নিচ্ছে। প্রশিক্ষণ কার্যক্রম শেষ হলেই ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার কাছে সরবরাহ করবে ইরান।

উল্লেখ্য, রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিরা গত বছরের ১৩ ডিসেম্বর ইরানের কর্মকর্তাদের সঙ্গে ফাদ-৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ইরানের সরকারি মালিকানাধীন এরোস্পেস ইন্ডাস্ট্রিস অর্গানাইজেশন (এআইও) তৈরিকৃত আবাবিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিল।

গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ১২০ কিলোমিটারের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। ক্ষেপণাস্ত্রগুলোর এক একটির ওজন ১৫০ কেজি।

সামরিক বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার নিজস্ব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। তারপরও যুদ্ধক্ষেত্রে রাশিয়ার শক্তি আরও বাড়ানোর লক্ষ্যে তারা ইরানের কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র, ন্যাটো এবং জি-৭ নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরান যদি রাশিয়াকে এ ধরনের ক্ষেপণাস্ত্র পাঠায়, তারা তেহরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দেরি করবে না।


এ বিভাগের অন্যান্য সংবাদ