ইউক্রেন যুদ্ধের মধ্যে স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরি করার জন্য রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমা দেশগুলো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ দাবি করেছেন। পার্স টুডের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার বৈদেশিক মুদ্রা জব্দ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সেটা ইউক্রেনে পাঠানোর বিষয়ে প্রস্তাব দিয়েছে ইইউভুক্ত দেশগুলো। এ প্রসঙ্গে পেসকভ বলেন, রাশিয়ার সম্পদের একটা বিরাট অংশ চুরি করেছে পশ্চিমা কয়েকটি দেশ।
গত সপ্তাহে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেন, ইইউর উচিত রাশিয়ার জব্দ করা বৈদেশিক মুদ্রা ইউক্রেনে পাঠানো।
পরিপ্রেক্ষিতে পেসকভ বলেন, চার্লস মিশেলের এ প্রস্তাব সম্পূর্ণরূপে আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। সরকারি এবং ব্যক্তি মালিকানাধীন সম্পদের ওপর যা মূলত হামলা। রাশিয়ার জব্দ সম্পদ ইউক্রেনে পাঠানোর যেকোনো পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও রীতির লঙ্ঘন হবে।
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্য দিয়ে রাশিয়ার ৬৪০ বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রা জব্দ করেছে পশ্চিমা বিশ্ব।