শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় বছরের জন্য নারী ফুটবল দলের স্পন্সর ‘ঢাকা ব্যাংক’ দেশের ফুটবল নিয়ে উঠছে ব্যর্থতার নানা প্রশ্ন চাহিদা থাকলেও ভিসা জটিলতায় পিছিয়ে আমিরাতে শ্রমিক নিয়োগ ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ভোটাধিকার হরণের চেষ্টা করলে বিএনপি আবার মাঠে নামবে: মির্জা ফখরুল সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলা হচ্ছে: রিজভী আগামীকাল ফ্রান্সে ঈদুল ফিতর ভারত-পাকিস্তান পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে সোমবার সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার পরম শ্রদ্ধায় ড. ইউনূসকে বিদায় জানালো চীন ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে জেলা প্রশাসকের বাংলো থেকে সংসদ নির্বাচনের সিল মারা ব্যালট উদ্ধার অস্ট্রেলিয়ায় ঈদ অনুষ্ঠিত হবে সোমবার

রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল কেনা হচ্ছে না : প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম :
আপডেট : মে ৩১, ২০২২

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, দেশে পরিশোধনের সুবিধা না থাকায় রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনার প্রস্তাব আমরা বিবেচনা করতে পারছি না।

প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ফোরাম ফর এনার্জি রিপোটার্স বাংলাদেশ- এফইআরবি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এফইআরবির চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক রিশান নসরুল্লাহর পরিচালনায় এ অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

প্রতিমন্ত্রী বলেন, কিছুদিন আগে রাশিয়া তাদের কাছ থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির জন্য আমাদের কাছে প্রস্তাব দিয়েছিল। আপাতত আমরা এ প্রস্তাব বিবেচনায় নিতে পারছি না। জ্বালানি তেল শোধনের জন্য যে ধরনের প্ল্যান্ট ও সুবিধা থাকা প্রয়োজন, আমাদের তা নেই।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা দেশে কোয়ালিটি সম্পন্ন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই এখন আমাদের প্রধান টার্গেট। এসময় এ সরকারের আমলে বিদ্যুৎ খাতের উন্নয়ন ও সাফল্যের বিবরণ তুলে ধরেন প্রতিমন্ত্রী।


এ বিভাগের অন্যান্য সংবাদ