ইউক্রেন যুদ্ধ নিয়ে একপেশে সংবাদ উপস্থাপন ও মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জেরে ব্রিটেনের প্রভাবশালী সাংবাদিকসহ ৪৯ নাগরিককে কালো তালিকাভুক্ত করেছে রাশিয়া। নতুন করে কালোতালিকাভুক্তদের মধ্যে প্রতিরক্ষা কর্মকর্তাও রয়েছেন । রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, বিবিসি, স্কাই নিউজের মতো ২৯ সাংবাদিক রাশিয়ায় প্রবেশ করতে পারবে না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, তালিকায় থাকা ব্রিটিশ সাংবাদিকরা রাশিয়া, ইউক্রেন ও ডনবাসের ঘটনা নিয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও একতরফা তথ্য প্রচারের সঙ্গে জড়িত। যে সাংবাদিকদের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন দ্য গার্ডিয়ানের শন ওয়াকার, দ্য ফিন্যান্সিয়াল টাইমসের গিডিয়ন রাচম্যান এবং রাজনৈতিক বিশ্লেষক মার্ক গ্যালিওটি।
ইউক্রেনে সামরিক অভিযানে জেরে প্রেসিডেন্ট পুতিনসহ রাশিয়ার ক্ষমতাধর ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোও একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। এতে দেশটির অর্থনৈতিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। এদিকে, বিবিসির এক মুখপাত্র জানান, বিবিসি ‘স্বাধীন ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ অব্যাহত রাখবে’।