শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কখনও রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না: আসিফ নজরুল ‘অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে’ আমিরাতে দুর্গাপূজার আয়োজনে বাঙালি হিন্দু কমিউনিটি শান্তিতে নোবেল পেল জাপানি প্রতিষ্ঠান নিহোন হিদাঙ্কিও স্বার্থান্বেষীদের ভূমিকা নিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান রিজভীর অতীতের গৌরব ফেরাতে সক্রিয় ছাত্রদল ডিমের মূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেটই মূল কারণ : প্রাণিসম্পদ উপদেষ্টা দীপ্ত টিভির সাংবাদিককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৫ দেশের বিভিন্ন মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত পাকিস্তানে কয়লা খনিতে সন্ত্রাসী হামলায় নিহত ২০ ফ্লোরিডায় হারিকেন মিলটনের আঘাতে ১৬ জনের মৃত্যু বৈরুতে ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন নিহত গাজায় ইসরায়েলি মেজরসহ ৩ সৈন্য নিহত চিলির মাঠে ব্রাজিলের কষ্টের জয় ভেনেজুয়েলার কাছে ধাক্কা খেল আর্জেন্টিনা

রাশিয়ার ‘ডার্টি বোমা’র অভিযোগ প্রত্যাখান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ২৪, ২০২২
US, UK, France jointly reject Russia 'dirty bomb' claim

ইউক্রেন ‘ডার্টি বোমা’ বা তেজস্ক্রিয় বোমা ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বলে রাশিয়া যে অভিযোগ করেছে তা যৌথভাবে প্রত্যাখান করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। একইসঙ্গে তারা সংঘাত বাড়ানোর জন্য কোন অজুহাত ব্যবহারের বিরুদ্ধে মস্কোকে হুঁশিয়ার করেছে। খবর এএফপি’র।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু রোববার সকালে পশ্চিমা দেশের প্রতিরক্ষা প্রধানদের সাথে ফোনালাপে ‘ডার্টি বোমা’র সম্ভাব্য হামলার ব্যাপারে অভিযোগ করেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ব্রিটেন ও ফরাসি সরকারের সাথে এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘ইউক্রেন তার নিজ ভূখ-ে ‘ডার্টি বোমা’ ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বলে রাশিয়ার স্পষ্ট মিথ্যা অভিযোগসমূহ আমরা সকলে প্রত্যাখান করছি।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘বিশ্ব রাশিয়ার এই অভিযোগের বিষয়টিকে যুদ্ধ বাড়ানোর একটি অজুহাত হিসেবে দেখবে। আমরা রাশিয়ার যুদ্ধ জোরদার করার যেকোন অজুহাত আবারো প্রত্যাখান করছি।’
তেজস্ক্রিয় পদার্থ দিয়ে তৈরি তথাকথিত এ ‘ডার্টি বোমা’ একটি বিস্তৃত এলাকাকে দূষিত করার লক্ষ্যে ব্যবহার করা হয়ে থাকে। এ ধরনের বোমা বেমসামরিক নাগরিকদের জন্য বিপদজনক ও ভয়ঙ্কর। তবে পরমাণু বিস্ফোরণের সাথে এটি সর্ম্পৃক্ত নয়।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর এ অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে একে রাশিয়ার একটি চক্রান্ত বলে বর্ণনা করেন।
তিনি আরো বলেন, এ ব্যাপারে ‘বিশ্বের যতটা সম্ভব কঠোর প্রতিক্রিয়া জানানো উচিত।’
জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন, ‘যদি রাশিয়া অভিযোগ করে যে ইউক্রেন এমন বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে, তাহলে এক্ষেত্রে বুঝতে হবে রাশিয়া ইতোমধ্যে এ ধরনের বোমা হামলার প্রস্তুতি নিয়েছে।’
শুক্রবার অস্টিনের সাথে প্রথম কথা বলার পর শোইগু ন্যাটো সদস্য ব্রিটেন, ফ্রান্স ও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীর সাথেও টেলিফোনে কথা বলেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এসব ফোনালাপে শোইগু ‘তেজক্রিয় বোমা’ ব্যবহার করে ইউক্রেনের সম্ভাব্য উস্কানির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ