ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে ‘বর্বরতার’ অভিযোগ তুলেছেন। তবে শস্য রপ্তানি প্রক্রিয়া চালু রাখার কথা জানান তিনি।
জেলেনস্কি বলেন, এ হামলার পর রাশিয়াকে আর বিশ্বাস করা যায় না। তিনি ভবিষ্যতে এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম প্রতিরক্ষা ব্যবস্থা ওডেশা বন্দরে মোতায়েনের জন্য সম্ভাব্য সবকিছু করার প্রতিশ্র“তি দেন।
মস্কো হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে কিয়েভ বলেছে যে চুক্তির স্পষ্ট লঙ্ঘন সত্ত্বেও শস্য রপ্তানি পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে তারা।
বিশ্বের অন্যতম বৃহৎ শস্য রপ্তানিকারক দেশ ইউক্রেন। কিন্তু যুদ্ধের কারণে, প্রায় ২০ মিলিয়ন টন শস্য ওডেশা বন্দরে আটকে আছে। এর ফলে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে খাদ্য সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি হয়। শুক্রবারের চুক্তির অধীনে, রাশিয়া বন্দরগুলিকে লক্ষ্যবস্তু না করতে সম্মত হয়েছিল। কিন্তু চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টা পরেই, ইউক্রেনের সামরিক বাহিনীর দক্ষিণ কমান্ড সেন্টারের মতে, দুটি ক্ষেপণাস্ত্র ওডেসা বন্দরে আঘাত হানে।