রাশিয়ার সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় বসতে প্রস্তুত জেলেনস্কি

- আপডেট সময় : ০২:৩৬:৪০ অপরাহ্ণ, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ০ বার পড়া হয়েছে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ রাশিয়ার সঙ্গে ‘সত্যিকারের’ আলোচনায় রাজি। তবে শর্ত জুড়ে দিয়েছেন। বলেছেন, ইউক্রেনের দখল করা জমি ফিরিয়ে দিলে রাশিয়ার সঙ্গে আলোচনা সম্ভব। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ খবর উঠে এসেছে।
জেলেনস্কির দাবি, এখনো প্রতিদিনই নতুন নতুন প্রক্রিয়ায় জমি দখলের চেষ্টা চালাচ্ছে রাশিয়া। পূর্ব এবং দক্ষিণ পূর্ব ইউক্রেনে এখনো তীব্র লড়াই চলছে। কিন্তু ইউক্রেনের সেনা রাশিয়াকে এক ছটাক জমিও দখল করতে দেয়নি।
এরপরেই জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় বসতে তিনি প্রস্তুত। কিন্তু তার আগে ইউক্রেনের সার্বভৌম অঞ্চল ফিরিয়ে দিতে হবে। রাশিয়া ইউক্রেনের যে জমি দখল করেছে, তা ইউক্রেনকে দিয়ে দিতে হবে।
অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ অবশ্য জানিয়ে দিয়েছেন, রাশিয়া মানুষের দাবি মেনেই কয়েকটি এলাকাকে প্রথমে স্বাধীন ঘোষণা করেছিল এবং পরে তা নিজেদের শাসনাধীনে নিয়ে এসেছে।
ওই অঞ্চলে গণভোটের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষ রাশিয়ার অংশ হওয়ার পক্ষে ভোট দিয়েছেন। তারপরেই রাশিয়া তা অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়। ফলে সেই অঞ্চল ইউক্রেনকে ফিরিয়ে দেওয়ার প্রশ্ন নেই।
জেলেনস্কির দাবি, রাশিয়ার সঙ্গে তিনি একাধিকবার আলোচনায় বসতে চেয়েছেন। শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজার চেষ্টা করেছেন। কিন্তু রাশিয়া তাতে রাজি হয়নি।
জেলেনস্কি ইউক্রেনের জমি ফেরতের যে দাবি করেছেন, তার মধ্যে ক্রিমিয়াও আছে কি না, তা অবশ্য স্পষ্ট নয়। ২০১৪ সালে ক্রিমিয়া অধিগ্রহণ করেছিল রাশিয়া।
ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের প্রধান ওলেক্সি দানিলভ বলেছেন, এই ধরনের বিবেচনার জন্য ‘প্রধান শর্ত’ হবে ‘ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার।’
অবিচ্ছিন্ন আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়ে দানিলভ আরও বলেন, আধুনিক বিমান প্রতিরক্ষা, বিমান, ট্যাংক এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের এক প্রকার ‘নিশ্চয়তা’ থাকা দরকার।