বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংস্কার করতে বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান পলক ও আতিকসহ ৪ জনের রিমান্ড সাবেক আইজিপি মামুনসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার বিমানে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি উন্নয়নের নামে ডলার পাচার, বেড়েছে দাম কমেছে রিজার্ভ ট্রাম্পের বিরুদ্ধে ২২ অঙ্গরাজ্যে মামলা স্কটল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম গাজার ধ্বংসস্তুপ থেকে পচাগলা ১২০ মরদেহ উদ্ধার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাক্ষাৎ ‘গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করবে জার্মানি’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের কোড নাম কী ছিল পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত বিশ্বকাপের দৌড়ে টিকে রইলো বাংলাদেশ

‘রাষ্ট্র সংস্কারে সকলের অংশগ্রহণ প্রয়োজন’

নিজস্ব প্রতিবেদক
আপডেট : নভেম্বর ২৩, ২০২৪
‘রাষ্ট্র সংস্কারে সকলের অংশগ্রহণ প্রয়োজন’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মত রাষ্ট্র সংস্কার ও দেশ পুনর্গঠনে সকলের অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ (শনিবার, ২৩ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজে জুলাই বিপ্লব নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক-শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকার প্রতি সম্মান জানাতে এই আলোচনা সভার আয়োজন করে প্রতিষ্ঠানটি।

ক্রীড়া উপদেষ্টা বলেন, গত ১৬ বছরে ফ্যাসিবাদীতার কারণে এমন এমন জায়গায় রাজনীতি ঢোকানো হয়েছে, যেখানে রাজনীতি থাকার কথা না। মেডিকেল সেক্টরেও রাজনীতি ঢোকানো হয়েছে।

আগামীতে যেন চিকিৎসা ক্ষেত্রে কোনো রাজনীতি না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

সভায় তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মত রাষ্ট্র সংস্কার ও দেশ পুনর্গঠনে সকলের অংশগ্রহণ প্রয়োজন।’

অনুষ্ঠানে আন্দোলনের সময়ের স্মৃতিচারণ করেন বক্তারা। এসময় প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, ‘ক্রীড়াঙ্গণের মত চিকিৎসা খাতকেও রাজনীতির বলয়ে আটকে দেয়া হয়েছিলো।’

ভবিষ্যতে পেশাজীবীরা যাতে লেজুড়বৃত্তিক কর্মকাণ্ডের সঙ্গে না জড়ান সে বিষয়েও জানান তিনি।

জুলাই-আগস্ট অভ্যুত্থানের সকল তথ্য-স্মৃতি সংরক্ষণ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘বৈষম্য দূর করে সুন্দর দেশ বিনির্মাণে প্রত্যেকের নিজ অবস্থান থেকে সহযোগিতা প্রয়োজন।’


এ বিভাগের অন্যান্য সংবাদ