শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় বছরের জন্য নারী ফুটবল দলের স্পন্সর ‘ঢাকা ব্যাংক’ দেশের ফুটবল নিয়ে উঠছে ব্যর্থতার নানা প্রশ্ন চাহিদা থাকলেও ভিসা জটিলতায় পিছিয়ে আমিরাতে শ্রমিক নিয়োগ ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ভোটাধিকার হরণের চেষ্টা করলে বিএনপি আবার মাঠে নামবে: মির্জা ফখরুল সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলা হচ্ছে: রিজভী আগামীকাল ফ্রান্সে ঈদুল ফিতর ভারত-পাকিস্তান পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে সোমবার সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার পরম শ্রদ্ধায় ড. ইউনূসকে বিদায় জানালো চীন ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে জেলা প্রশাসকের বাংলো থেকে সংসদ নির্বাচনের সিল মারা ব্যালট উদ্ধার অস্ট্রেলিয়ায় ঈদ অনুষ্ঠিত হবে সোমবার

রাসায়নিক বর্জ্যের কারণে বন্ধ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র

কুষ্টিয়া সংবাদদাতা
আপডেট : আগস্ট ১৮, ২০২২
রাসায়নিক বর্জ্যের কারণে বন্ধ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র

কারখানার রাসায়নিক মিশ্রিত পানি আর বর্জ্যের কারণে এক মাস ধরে বন্ধ কুষ্টিয়ার বটতৈল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র। এতে ইউনিয়নের হাজারো মানুষের স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। শুধু স্বাস্থ্যকেন্দ্র নয়, আশপাশের জনবসতি ও শিক্ষা প্রতিষ্ঠানে এই ময়লা পানি ঢুকে পড়েছে। এই দুর্ভোগ থেকে মুক্তির আকুতি জানিয়েছেন স্থানীয়রা।

দেখে বোঝার উপায় নাই এটি কুষ্টিয়ার বটতৈল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র। আশপাশের চালকলের রাসায়নিক মিশ্রিত দুর্গন্ধযুক্ত পানি, বিষাক্ত বর্জ্য ও কচুরিপানায় স্বাস্থ্যকেন্দ্রটি একটি ভাগাড়ে পরিণত হয়েছে। হাঁটুসমান নোংরা পানিতে নিমজ্জিত থাকায় এক মাস ধরে বন্ধ স্বাস্থ্যকেন্দ্রটি। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে ওই এলাকার হাজার হাজার মানুষ।

আশপাশের জনবসতি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এই ময়লা পানি ঢুকে দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কারখানার বিষাক্ত বর্জ্য ও রাসায়নিক যুক্ত দূষিত পানি চারদিকে জলাবদ্ধতার সৃষ্টি করেছে। দুর্গন্ধযুক্ত পানির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।

মিল মালিকরা বলছেন, নিষ্কাশন নালার ওপর দোকানপাটসহ স্থাপনা তৈরির ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বটতৈল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের দায়িত্বরতরা বলেছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ও এর আশপাশের এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় চেয়ারম্যান। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তারা।

দ্রুত এই দুর্দশা থেকে পরিত্রাণ চান ভুক্তভোগীরা।


এ বিভাগের অন্যান্য সংবাদ