রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত, জানালেন অবসরপ্রাপ্ত সেনারা জাতীয় ঐক্যের ডাক দেশের রাজনীতিতে বড় উদাহরণ এক দল থেকে আরেক দলে ‘ডিগবাজি’ বন্ধে নীতিগত সিদ্ধান্ত সিরিয়ায় গৃহযুদ্ধে ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা সিরিয়ায় আরও এক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে সামরিক আইনের জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা পুতিনের ইসরায়েলের হামলায় গাজায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লীগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স ৮৬৬ ম্যাচ খেলে প্রথমবার ২ ম্যাচের নিষেধাজ্ঞা নয়ারের এমএলএস ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ মেসি সেভেন সিস্টার্স, হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত কেন ভারত? শীতের তাণ্ডব, তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে মুসলিম বলেই বসবাস করতে দেবেন না হিন্দুরা ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬

রাস্তায় লোক নামলেও বিএনপির আন্দোলন ব্যর্থ হবে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : এপ্রিল ২৭, ২০২৪
রাস্তায় লোক নামলেও বিএনপির আন্দোলন ব্যর্থ হবে

জাতীয় পার্টির একাংশের শীর্ষ নেতা জি এম কাদের বলেছেন, এক কোটি লোক রাস্তায় নামলেও বিএনপির আন্দলন সফল হবেনা, সরকারের পতন হবেনা। আজ শনিবার (২৭শে এপ্রিল) দলের এক বর্ধিত সভায় এমন মন্তব্য করেন তিনি।

তিনি জাতীয় নির্বাচনের আগেই এটা বুঝতে পেরেছিলাম উল্লেখ করে জিএম কাদের বলেন, নির্বাচনের গ্রহণযোগ্যতার জন্য সরকার লালায়িত ছিলো না।

এ সময় সরকারের সমালোচনা জি এম কাদের বলেন, ‘আমাদের অনুগত বিরোধী দল করার চেষ্টা করেছিলো, রাজি হইনি। দর কষাকষিতে কোনও সুযোগ দেয়নি। ২৬ জনের তালিকা দিয়ে প্রচার করা হলেও বাস্তবে জাতীয় পার্টিকে কোথাও ছাড় দেয়া হয়নি।’

তিনি বলেন, জাতীয় পার্টি একটা বৈধ বিরোধী দল হবার জন্যই নির্বাচনে অংশ নিয়েছিলো। মনোনয়ন বাণিজ্য আর সরকারের কাছে টাকা নেওয়ার যে সব অভিযোগ আনা হয়েছে তার সবগুলোই মিথ্যা।

জি এম কাদের বিএনপির প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, দলটি আন্দোলনে পরাস্ত হয়ে এখন নিজেদের দোষ ঢাকার জন্য তাকে অভিযুক্ত করছে।

জাতীয় পার্টির সাবেক এই মন্ত্রী বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের আগে আমি বিভিন্ন বিদেশি বন্ধুদের সঙ্গে বৈঠকে করে পরিষ্কার বুঝেছি, তিনটি বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এবং নির্বাচন সফল করতে কাজ করে যাচ্ছে। শুধু তারা নয় আরও বেশ কয়েকটি বিদেশি শক্তি এই আওয়ামী লীগের হয়ে কাজ করতে প্রস্তুত।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, সালমা ইসলামসহ অনেকে।


এ বিভাগের অন্যান্য সংবাদ