অর্থ পাচার মামলায় গতকাল সোমবার কনগ্রেস নেতা রাহুল গান্ধীকে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। দুই দফায় তাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের পর আজ আবার তাকে আদালতে ডাকা হয়েছে। খবর এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দফায় ৩ ঘণ্টা, দ্বিতীয় দফায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় রাহুল গান্ধীকে। সোমবার রাহুল গান্ধীর ইডি দপ্তরে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে রাজপথে নামে কংগ্রেস। নরেন্দ্র মোদি প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে চলেছে অবস্থান-বিক্ষোভ।
এদিকে আজ আবারও রাহুল গান্ধীকে আদালতে হাজিরা দিতে বলায় দিল্লির রাস্তা রণক্ষেত্রে পরিণত হয়। সকাল থেকেই রাহুল গান্ধীর বাসভবন, কংগ্রেস দপ্তর এবং ইডি দপ্তরের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা বলেন, চিদম্বরমের হাড় ভেঙে গেছে। ২০১৫ সালে ইডি এই মামলা বন্ধ করেছিল। এখন বিজেপির কাছে কিছু না থাকায়, মোদি সরকার এ ধরনের অঘোষিত জরুরি অবস্থা জারি করছে।