যুদ্ধ কখনও শান্তি বয়ে আনে না। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে ইউক্রেনের অনেক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আবার রাশিয়ার হামলা প্রতিহত করতে গিয়ে ইউক্রেনের হামলায় রাশিয়ার অনেক সেনাবাহিনীও নিহত হয়েছে।
তবে সোমবার ঘটে যাওয়া একটি ঘটনা নতুন করে অনেকেরই নজর কেড়েছে। ইউক্রেনের খারকিভ শহরের বাসিন্দা ভিক্টর গুবারেভ। রুটি কিনতে বাড়ির বাইরে গিয়েছিলেন। কিন্তু ফিরলেন লাশ হয়ে। রুটি নিয়ে ফেরার পথে তার বাড়ির ওপর মর্টার সেলের হামলা চালানো হয় এ হামলা ভিক্টর গুবারেভ নিহত হন। পরবর্তীতে তার মেয়ে তাকে খুঁজতে বের হলে রাস্তায় লাশ পড়ে থাকতে দেখে উদ্ধার কর্মীদের সহযোগিতা চান। পরে উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও কোনো লাভ হয়নি।
একজন ইংলিশ শিক্ষক বলেন, ‘যখন আমি অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখনও গোলাগুলি শুরু হয়। এরপরই একটি গোলা তার বাড়ির উপরে এসে পড়ে।
এদিকে বাবার এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন মেয়ে। বাবার মৃতদেহ রাস্তায় পড়তে থাকতে দেখে কান্নায় বার বার মূর্ছা যাচ্ছেন তিনি। সূত্র: আল জাজিরা।