বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শপথ গ্রহণের পরই ভারতসহ ১১ দেশকে ডোনাল্ড ট্রাম্পের ‘হুমকি’ ‘২০০ সিট পেলেও এককভাবে ক্ষমতায় যাবে না বিএনপি’ সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে বন্দিবিনিময় চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে’ বিপিএল ও ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে তাসকিনের ভাবনা ব্যর্থতা নিয়ে হোয়াইট হাউস ছাড়লেন জো বাইডেন জনগণ রায় দেবে আ. লীগের রাজনীতির অধিকার আছে কিনা: জামায়াতের আমির ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবি মামলা প্রত্যাহার: আইন উপদেষ্টা তথ্য কমিশনার পদ থেকে মাসুদা ভাট্টিকে অপসারণ সিনিয়র ৪ কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প, হাজারো কর্মকর্তাকে হুমকি ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর আমরা ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই : ফখরুল বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আরও জোরদার বিশেষ ওএমএস কার্যক্রম বন্ধ করল সরকার নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই সংস্কারের প্রস্তাব: বদিউল আলম

রুশোর তাণ্ডবে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ২৯, ২০২২
রুশোর তাণ্ডবে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

 

রাইলি রুশোর ক্যারিয়ার সেরা ব্যাটিং আর প্রোটিয়া বোলারদের চমৎকার বোলিংয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫৮ রানের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এতে ইংল্যান্ডের সঙ্গে ১-১ সমতায় ফিরল সফরকারীরা।

বৃহস্পতিবার (২৮ জুলাই) কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আগে ব্যাট করে প্রোটিয়ারা। বাঁহাতি ব্যাটসম্যান রুশো এই সিরিজ দিয়ে ছয় বছর পর দক্ষিণ আফ্রিকার জার্সি পরেন। প্রথম ম্যাচে মাত্র ৪ রান করেন। পরের ম্যাচেই খেললেন ক্যারিয়ারসেরা ইনিংস। ৫৫ বলের ইনিংসে ছিল ১০ চার ও ৫টি ছক্কা ৯৬ রানের অপরাজিত ইনিংস।

তার সঙ্গে রিজা হেনড্রিকস সিরিজ বাঁচানোর লড়াইয়ে ৩ উইকেটে ২০৭ রান করতে বড় অবদান রাখেন। টানা দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন তিনি। ৩২ বলে ৫৩ রান আসে হেনড্রিকসের ব্যাটে, রুশোর সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়েন ৭৩ রানের জুটি।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিক ইংল্যান্ড উড়ন্ত সূচনা করলেও ছন্দ হারায়। তাবরাইজ শামসি প্রোটিয়াদের বোলিং আক্রমণে ছিলেন এগিয়ে। চার ওভার বল করে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন। অ্যান্ডাইল ফেলুকোয়ায়োও সমান সংখ্যক উইকেট নেন।

চতুর্থ ওভারে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের (২৯) গুরুত্বপূর্ণ উইকেট নেন ফেলুকোয়ায়ো। বাটলারের পর আর কোনো ব্যাটসম্যান বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ফেলুকোয়ায়ো ও লুঙ্গি এনগিডি টেল এন্ডার গুটিয়ে দেন। ১৬.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয় স্বাগতিকরা।

তিন ম্যাচের সিরিজ নির্ধারণ হবে শেষ টি-টোয়েন্টিতে। আগামী ৩১ জুলাই সাউদাম্পটনের রোজ বোলে হবে ম্যাচটি।

 


এ বিভাগের অন্যান্য সংবাদ