পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল (পারমাণবিক চুল্লিপাত্র) স্থাপন করা হয়েছে। আজ বুধবার (১৯শে অক্টোবর) পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এই অনুষ্ঠানে যুক্ত হন তিনি।
২০২১ সালের আগস্টে রাশিয়া থেকে দ্বিতীয় ইউনিটের এই রিঅ্যাক্টরটি দেশে এসে পৌঁছায়। রোসাটমের জেএসসি এএম টেকনোলোজির ভল্গোদনস্ক শাখার এটোমম্যাস প্লান্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টরসহ ভারী সরঞ্জামগুলো প্রস্তুত করা হয়েছে। ৩৩৩ দশমিক ৬ টন ওজনের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর ভেসেল প্রস্তুত করতে দু’বছরের বেশি সময় লাগে। এটোমম্যাসের কারখানা থেকে এই রিঅ্যাক্টর ভেসেল ভল্গোদনস্কের পানির রিজার্ভারে নেওয়া হয়। এরপর বার্জে উঠিয়ে পাঠানো হয় নভোরোসিস্কে। এটি কৃষ্ণসাগর ও সুয়েজ খাল হয়ে ১৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশের মোংলা বন্দরে আসে।
পরমাণু বিজ্ঞানী ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের পরিচালক ড. মো. শৌকত আকবর গণমাধ্যমকে জানান, ‘প্রকল্পের প্রায় ৫৩ শতাংশ আর্থিক অগ্রগতি এবং ৫৫ শতাংশ ভৌত অগ্রগতি হয়েছে। তবে প্রথম ইউনিটের সার্বিক অগ্রগতি ৭০ শতাংশ। যখন চুল্লিগুলো কাজ করে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল পারমাণবিক জ্বালানি এবং পরিবেশের বাইরে তেজস্ক্রিয় পদার্থকে ধারণ করে।’
উল্লেখ্য, গতবছর ১০ই অক্টোবর প্রধানমন্ত্রী প্রথম ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপনের কার্যক্রম উদ্বোধন করেন। আগামী বছরের শেষ দিকে প্রথম ইউনিটের নিউক্লিয়ার ফুয়েল লোডিং উদ্বোধন করার কথা রয়েছে। এ সংক্রান্ত প্রস্তুতিও চলছে। ফুয়েল লোডিংয়ের মধ্য দিয়ে উৎপাদনে যাবে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের।