মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জুলাই ঘোষণাপত্র- বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক আরেক মামলায় খালাস, কারামুক্তিতে আর বাধা নেই বাবরের জকোভিচের দারুণ জয়, আলকারাজও দ্বিতীয় রাউন্ডে মডেল তিন্নি হত্যা: খালাস পেলেন সাবেক এমপি অভি স্থানীয় সরকার নির্বাচন আগে নয়, জামায়াতের সঙ্গে দ্বন্দ্ব নেই: মির্জা ফখরুল প্রধান উপদেষ্টাকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে: রিজভী ৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র মন্ত্রণালয় টিউলিপকে পদত্যাগ করার আহ্বান ইউকে অ্যান্টি-করাপশনের মোদির ডিগ্রি প্রশ্নে তথ্য দিতে নারাজ দিল্লি বিশ্ববিদ্যালয় পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত জুলাই গণঅভ্যুত্থানে ১৪৬ জন শিশু ও নারী শহীদ: উপদেষ্টা শারমীন গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত চূড়ান্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া হাসিনা-জয়ের বিরুদ্ধে প্লট দুর্নীতির পৃথক মামলা চীনজুড়ে চলছে শীতকালীন বরফ উৎসব

রেঞ্জার্সের বিপক্ষে লিভারপুলের গোল উৎসব

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ১৩, ২০২২
রেঞ্জার্সের বিপক্ষে লিভারপুলের গোল উৎসব

দারউইন নুনেস গোল করা মাত্র তাকে তুলে নিয়ে মোহামেদ সালাহকে নামালেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। মাঠে নেমেই যেন ক্ষেপে উঠলেন মিশরীয় স্ট্রাইকার। সাত মিনিট পর পেলেন প্রথম গোলের দেখা। ঠিক ছয় মিনিট ১২ সেকেন্ডের মধ্যে হয়ে গেল তার হ্যাটট্রিক। গড়লেন অভাবনীয় কীর্তি; চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম সময়ে তিন গোল করার রেকর্ড।

ইউরোপ সেরা প্রতিযোগিতাটির গ্রুপ পর্বে বুধবার রাতে রেঞ্জার্সের মাঠে লিভারপুলের ৭-১ ব্যবধানের জয়ে রেকর্ডটি গড়েন সালাহ। শুরুতেই গোল খাওয়ার ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানো লিভারপুল সালাহর নামার আগেই ৩-১ গোলে এগিয়ে যায়। আর তিনি নামার অল্প সময়ের মধ্যেই স্কোরলাইন হয়ে যায় ৬-১।

প্রথম গোলটি সালাহ করেন ৭৫তম মিনিটে; একটু উপরে উঠে যাওয়া বল আলতো করে নিচে নামিয়ে দুরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করেন। ৮০তম মিনিটে ঘিরে ধরা ডিফেন্ডারদের বোকা বানিয়ে বাঁ পায়ের শটে দ্বিতীয় এবং পরের মিনিট বাঁ পায়ের বাঁকানো শটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে আগের দ্রুততম হ্যাটট্রিকটি ফরাসি স্ট্রাইকার বাফেতিম্বি গোমেসের। ২০১১ সালে দিনামো জাগরেবের বিপক্ষে লিওঁর জার্সি গায়ে আট মিনিটে রেকর্ডটি গড়েছিলেন তিনি।

প্রতিযোগিতাটিতে ক্রিস্তিয়ানো রোনালদো, রবের্ত লেভানদোভস্কি ও রাহিম স্টার্লিংয়ের ১১ মিনিটে হ্যাটট্রিক করার কীর্তি আছে। তবে সালাহর এই রেকর্ডের ধারেকাছেও সেগুলো নেই। অবিশ্বাস্য রেকর্ডটি গড়ার পথে আরেকটি কীর্তিও গড়েছেন সালাহ।

লিভারপুলের হয়ে এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তার গোল হলো ৩৮টি। প্রতিযোগিতাটিতে কোনো একটি ইংলিশ ক্লাবের হয়ে যা সর্বোচ্চ। ছাড়িয়ে গেলেন চেলসির হয়ে দিদিয়ের দ্রগবা ও ম্যানচেস্টার সিটির হয়ে সের্হিও আগুয়েরোর রেকর্ডকে (ক্লাব দুটির হয়ে দুজনেরই গোল ৩৬টি করে)।


এ বিভাগের অন্যান্য সংবাদ