মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দুই বিলিয়ন ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের দেশের মোট রিজার্ভ ২৪.৩ বিলিয়ন মার্কিন ডলার ‘পরিকল্পনার কাজ শেষ, শিগগিরই শ্বেতপত্র লেখার কাজ শুরু করবে কমিটি’ ইসির নিবন্ধন পেল জোনায়েদ সাকির গণসংহতি মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার তারল্য সংকট সমাধানে সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক ফের তিন দিনের রিমান্ডে মেনন মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও শাহরিয়ার কবিরের ৭ দিনের রিমান্ড সাবেক রেলমন্ত্রী সুজন ৩ দিনের রিমান্ডে ভারতের মুসলিম সম্প্রদায় নিয়ে বিস্ফোরক মন্তব্য খামেনির গাজা যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিলেন ইয়াহিয়া সিনওয়ার মিয়ানমারে ভয়াবহ বন্যায় নিহত ২৩৬ শক্তিশালী দল ঘোষণা করল শ্রীলঙ্কা নতুন টি-টেন লিগে ডাক পেলেন সাকিব-তামিম

রোদের দুর্বিষহতা থেকে কঠিন হচ্ছে শেখ হাসিনার দুঃশাসন : রিজভী

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ৭, ২০২২

ক্ষমতাসীনরা গোটা জাতিকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দিয়েছে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী রোদ, ঝড়, বৃষ্টি, কালবৈশাখী ঝড়—কোনোটিই জাতীয়তাবাদী শক্তিকে উত্তাল আন্দোলনের পথ থেকে বিচ্যুত করতে পারবে না। রোদের দুর্বিষহতা থেকে কঠিন হচ্ছে শেখ হাসিনার দুঃশাসন। এ দুঃশাসন মোকাবিলায় নেতাকর্মীরা প্রস্তুত হচ্ছে।’

নয়াপল্টনে আজ রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক দলের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, ‘উনার (প্রধানমন্ত্রী) বক্তৃতায় মনে হলো—তিনি একজন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার। উনি কিছুদিন আগে বলেছেন—আমাদের দেশে ডিজেল আমদানি করতে হয়, কিন্তু পেট্রোল ও অকটেন আমাদের দেশে যে গ্যাস হয়, তারই বাইপ্রোডাক্ট থেকে তৈরি হয়। আমি এখন হাসব, না কাঁদব?’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, ‘আপনি নিশ্চয়ই বার্তা পেয়ে গেছেন যে, রোদ, ঝড়, বৃষ্টি, কালবৈশাখী—কোনোটিই জাতীয়তাবাদী শক্তিকে উত্তাল আন্দোলনের পথ থেকে বিচ্যুত করতে পারবে না আপনার আইনশৃঙ্খলা বাহিনী।’

রিজভী বলেন, ‘অর্থমন্ত্রীর বলেছেন, এ বছরে আমাদের ৫০ বিলিয়ন ডলার রিজার্ভ থাকত, কিন্তু সেটি হয়নি। অল্প কিছু কম হবে, তবে সামনে ৫০ বিলিয়ন ডলার হবে। এ অর্থমন্ত্রী এবং অন্যমন্ত্রীরা বলেছেন, দেশ সিঙ্গাপুরের থেকেও এগিয়ে গেছে। কিন্তু, তারা যে বিমানে উঠেছিল, সেটা সিঙ্গাপুর কানাডার ওপর দিয়ে আমেরিকা হয়ে নেমেছেন শ্রীলঙ্কায়। আমাদের অর্থনীতি গেছে, টাকা গেছে, বিদ্যুৎ গেছে। সবকিছু নিঃশেষ হয়ে গোটা জাতিকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দেওয়া হয়েছে।’

কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এখন পর্যন্ত বক্তব্য দিয়েছেন আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। সঞ্চালনা করছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।


এ বিভাগের অন্যান্য সংবাদ