ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ চারে যাওয়া বড় কঠিন হয়ে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। তবে যেটুকু আশা আছে, তা বাঁচিয়ে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। তাঁর গোলের দিনে ব্রেন্ডফোর্ডকে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সোমবার দিবাগত রাতে ব্রেন্ডফোর্ডের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের হয়ে গোল করেছেন রোনালদো, ফের্নান্দেস ও রাফায়েল ভারানে।
ওল্ড ট্র্যাফোর্ডে এদিন ম্যাচের নবম মিনিটেই গোল পেয়ে যায় ম্যানইউ। বাইলাইন থেকে নিখুঁত কাট ব্যাকে গোলটি করেন ফের্নান্দেস। বাকি দুই গোল আসে বিরতির পর।
ম্যাচের ৬১ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। আর, ৭২তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলেন ভারানে। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়েন রোনালদো।
চলতি লিগে ৩৬ ম্যাচে ১৬ জয়ে ৫৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। তাই, টেবিলের সেরা চারে থাকা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে রোনালদোদের জন্য। ৮৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ম্যানচেস্টার সিটে। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। তিনে আছে চেলসি আর চারে আছে আর্সেনাল।