মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পিএসসি’র চেয়ারম্যান ও ১২ সদস্যের পদত্যাগ কারামুক্ত হলেন সাবের হোসেন চৌধুরী পদার্থবিদ্যায় নোবেল পেলেন হপফিল্ড-হিনটন বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র প্রশাসনে স্বৈরাচার থাকলে দেশ বিপজ্জনক পরিস্থিতিতে পড়বে: রিজভী দ:কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমির সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমতি পেল ৭ প্রতিষ্ঠান শেখ হাসিনার অবস্থান জানে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা সুন্দরবনে বাঘ বেড়েছে : পরিবেশ উপদেষ্টা বরখাস্ত উর্মির বিরুদ্ধে মানহানির মামলার আবেদন দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকায় কোনো থ্রেট নেই : ডিএমপি কমিশনার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতে ফোন নম্বর প্রকাশ বিজিবির ফুটবল অধ্যায়ের ইতি টানলেন ইনিয়েস্তা লেবাননের বৈরুত, পূর্ব ও দক্ষিণ অংশে হামলা শুরু করেছে ইসরায়েল

রোমাকে হারিয়ে আরো এগিয়ে গেল অপরাজিত নাপোলি

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ২৪, ২০২২
রোমাকে হারিয়ে আরো এগিয়ে গেল অপরাজিত নাপোলি

ভিক্টর ওশিমেনের একমাত্র গোলে রোববার কঠিন লড়াইয়ের পর রোমাকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে নাপোলি। এই জয়ে শীর্ষে থাকা নাপোলি দ্বিতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলানের থেকে তিন পয়েন্ট এগিয়ে গেল। সব ধরনের প্রতিযোগিতায় এটি নাপোলির ১১তম জয়।

নাইজেরিয়ান ফরোয়ার্ড ওশিমেন সব মিলিয়ে গত তিন ম্যাচে এনিয়ে তৃতীয় গোল করলেন। সেপ্টেম্বরের পর এটি তার সিরি-এ লিগে প্রথম মূল একাদশে খেলা। ম্যাচ শেষের ১০ মিনিট আগে স্তাদিও অলিম্পিকোতে ওশিমেন নাপোলির হয়ে জয়সূচক গোলটি করেন। আর এতেই নিজেদের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষের বিপক্ষে স্বস্তিদায়ক জয় পায় নাপোলি।

এর আগে ঘরের মাঠে ল্যাজিওর কাছে আটালান্টা ২-০ গোলে হেরে যাওয়ায় লুসিয়ানো স্পালেত্তির দলের সামনে নিজেদের এগিয়ে নিয়ে যাবার সুযোগ আসে। আর সেই সুযোগের পুরো সদ্ব্যবহার করেছেন স্পালেত্তির শিষ্যরা। এবারের ইতালিয়ান লিগে একমাত্র দল হিসেবে অপরাজিত রয়েছে তারা।
মাচ শেষে ওশিমেন বলেছেন, ‘রোমা আজ আমাদের কঠিন পরীক্ষায় ফেলেছিল। তারা অত্যন্ত ভাল দল। কিন্তু আমরাও কম না। দলের জয়ে ভূমিকা রাখতে পেরেছি, আমার কাছে এটাই গুরুত্বপূর্ণ। এই তিন পয়েন্ট আমাদের প্রয়োজন ছিল। আমাদের দলে একে অপরের সাথে সমঝোতা অনেক বেশী। সবাই জানে সঠিক সময়ে কাকে কি কাজ করতে হবে। আমরা শুধুমাত্র সেই মানসিকতা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।’

শনিবার মোঞ্জার বিপক্ষে ৪-১ গোলের জয় নিশ্চিত করা এসি মিলানই এখন নাপোলির নিকটতম প্রতিদ্বন্দ্বী। সাত পয়েন্ট পিছিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে রোমা। ঘরের মাঠে কাল কঠিন প্রতিরোধ গড়ে তুললেও আক্রমনভাগ রোমাকে কোন সুখবর দিতে পারেনি। ইউরোপের অন্যতম উজ্জীবিত এই দলটি শেষ মুহূর্তে এসে কোথায় যেন খেই হারিয়ে ফেলে। রোমা বস হোসে মরিনহো বলেছেন, ‘আমি মনে করি আজ ড্র করতে পারাটাই যথেষ্ট ছিল। আজ তারা যেভাবে জয় করেছে আমি সেভাবেই জয়ী হতে চেয়েছিলাম। নাপোলির দুটি শট লক্ষ্যভ্রষ্ট হয়েছে, একটি থেকে তারা গোল আদায় করে নিয়েছে।’

পাওলো দিবালার ইনজুরিতে থাকার কারনে তেমন কোন শটই রোমা নিতে পারেনি। বিরতির পাঁচ মিনিট আগে গোলরক্ষক রুই প্যাট্রিসিও টানগাই এনডোম্বেলেকে ফাউল করলে রেফারি মাসিমিলিয়ানো ইরাতি প্রথমে নাপোলিকে পেনাল্টি উপহার দিলেও পরবর্তীতে নিজেই তা নাকচ করে দেন। ক্রিস স্মলিংয়ের দুর্দান্ত ব্লকে পোস্টের খুব কাছে থেকেও বদলী খেলোয়াড় এলইফ এলমাস নাপোলিকে এগিয়ে দিতে পারেননি। ওশিমেনের নিখুঁত পাসে রোমার সাবেক ডিফেন্ডার হুয়ান জেসুস গোল করতে ব্যর্ত হন। এরপর ওশিমেন ম্যাচের সবচেয় সহজ সুযোগটি হাতছাড়া করেন। ৭০ মিনিটে কাউন্টার এ্যাটার থেকে শুধুমাত্র প্যাট্রিসিওকে একা পেয়েও কাজে লাগাতে পারেননি। ২৩ বছর বয়সী ওশিমেন অবশ্য ১০ মিনিট পর আর হতাশ করেননি। যদি এই গোলের সুযোগটি ছিল অপেক্ষাকৃত কঠিন। মাত্তেও পলিটানোর দুরপাল্লার পাস থেকে লক্ষ্যভেদ করে তিনি নাপোলিকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট উপহার দেন।

রোমাকে হারানোর আগে নাপোলিকে এক পয়েন্টের ব্যবধানে ছাড়িয়ে যাবার সুযোগ পেয়েছিল আটালান্টা। কিন্তু ল্যাজিও দুর্দান্ত পারফরমেন্সে হতাশ হতে হয় আটালান্টাকে। ইনজুরিতে থাকা ইতালিয়ান অভিজ্ঞ স্ট্রাইকার সিরো ইমোবিলেকে ছাড়াই কাল ল্যাজিও ২-০ গোলে জয়ী হয়ে টেবিলের শীর্ষ চারে উঠে এসেছে।

জিউস স্টেডিয়ামে ১০ মিনিটে মাত্তিয়া জাকাগনিসের গোল এগিয়ে যায় সফরকারী ল্যাজিও। ইমোবিলের স্থলাভিষিক্ত ফিলিপ এন্ডারসন ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুন করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন। এই জয়ে আটালান্টাকে গোল ব্যবধানে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে ল্যাজিও। গত পছয় লিগ ম্যাচে মরিজিও সারির দলের এটি পঞ্চম জয়। এই ছয়টি ম্যাচের কোনটিতেই তারা একটি গোলও হজম করেনি।

সাম্প্রতিক সময়ে গিয়ান পিয়েরো গাসপেরিনির আটালান্টা নিজেদের স্বাভাবিক ফর্মের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। তার উপর ইনজুরি সমস্যা দলে বড় দু:শ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরপর দুই ম্যাচে দুটি হলুদ কার্ড পাওয়া আগামী সপ্তাহে এম্পোলির বিপক্ষে তাদের মূল ফরোয়ার্ড লুইস মুরিয়েলকে ছাড়াই মাঠে নামতে হবে।

দিনের আরেক ম্যাচে ঘরের মাঠ ডাকিয়া এরিনাতে তোরিনোর কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে এবারের লিগে উড়তে থাকা উদিনেস। দুই সপ্তাহ আগে আন্দ্রে সোত্তিলের দল সিরি-এ লিগে নিজেদের যোগ্যতার জানান দিয়েছিল। কিন্তু পরপর দুটি ড্র ও নবম স্থানে থাকা তোরিনোর কাছে গতকালের হারে এখন উদিনেস আট পয়েন্ট পিছিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেছে।

লিসের বিপক্ষে বোলোনিয়ার ২-০ গোলের জয়ের মাচটিতে মৌসুমের সপ্তম গোল তুলে নিয়ে এখনো সিরি-এ লিগে শীর্ষ গোলদাতার তালিকায় নিজেকে উপরে ধরে রেখেছেন মার্কো অরনাটোভিচ।


এ বিভাগের অন্যান্য সংবাদ