মোহাম্মদ সালাহর দুর্দান্ত গোলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলের রোমাঞ্চকর জয় নিশ্চিত করেছে লিভারপুল। এই পরাজয়ের ফলে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি, আর্সেনালের চাইতে চার পয়েন্ট পিছিয়ে গেলো।
খেলার প্রথমার্ধে, ম্যানইউর হাল্যন্ডের করা একটি শট ফিরিয়ে দেন লিভারপুলের গোলরক্ষক এডারসন। এডারসনের ফিরিয়ে দেয়া বলটি ফোডেন আরো একবার এগিয়ে দেন গোলবার এর দিকে। ফোডেনের এগিয়ে দেয়া বলটি লিভারপুলের রক্ষণভাগের খেলোয়ার গোমেজ এর পায়ে লেগে আত্মঘাতী গোল হয়ে যায়।পরে নাটকীয়ভাবে রেফারি টেইলর, ভার(ভিডিও এসিসট্যান্ট রেফারি) এর সহযোগীতায় হাল্যন্ডের ফাউল এর ব্যপারটি নিশ্চিত হন এবং গোলটি বাতিল করেন।
খেলার দ্বিতীয়ার্ধে লিভারপুলের গোলরক্ষক অ্যালিসনের লম্বা কিক থেকে সালাহর অসামান্য নিয়ন্ত্রণে পরাহত হন ম্যানসিটির ক্যানসেলো। দুর্দান্ত গতিতে গোলের দিকে এগোয় সালাহ; সঙ্গে লিভারপুল, বাঁ পা দিয়ে ’ওয়ান অন ওয়ান’ পরিস্থিতিতে অসাধারণ একটি গোল করেন মিশরীয় এ খেলোয়ার। গোল পরিশোধ করে সমতা আনার আপ্রাণ চেষ্টা করছিলো ম্যানসিটি, কিন্তু শেষ রক্ষা হয়নি,সালাহর দেয়া গোলটিই নিশ্চিত করে ম্যচটির ভাগ্য। ম্যানইউর কোচ পেপ গার্দিওলা ম্যাচ রেফারিং নিয়ে সমালোচনা করেন এবং একইসাথে অসন্তুষ্টি প্রকাশ করেন।এ হারই এবারের মৌসুমে প্রথম হার ম্যানচেস্টার সিটির।
এ খেলার পর ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি এবং ১৩ পয়েন্ট নিয়ে অষ্টমে লিভারপুল।