শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচন আয়োজনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি ফেসবুকে ফেক আইডি খুলে গুজব ছড়ানো হচ্ছে: উপদেষ্টা নাহিদ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা এমন দেশ গড়তে চাই, যা নিয়ে দুনিয়ার সামনে গর্ব করা যায় : প্রধান উপদেষ্টা ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা সংস্কার উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা ‘আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠা করেছে’ বিএনপি জামায়াতের আধিপত্য কায়েম চলবে না: নুর এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান : দুদু ‘শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে দুর্গাপূজা’ মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্নস্থানে বৃষ্টি হচ্ছে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা নিকারাগুয়ার নতুনভাবে প্রস্তুত হচ্ছে হিজবুল্লাহ বার্সেলোনার বিরুদ্ধে আগুয়েরোর মামলা বসনিয়া জয় জার্মানির, হাঙ্গেরিতে আটকে নেদারল্যান্ডস

রোমাঞ্চকর ম্যাচে সিটিকে হারিয়ে ফাইনালে লিভারপুল

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ১৭, ২০২২
রোমাঞ্চকর ম্যাচে সিটিকে হারিয়ে ফাইনালে লিভারপুল

মোহাম্মদ সালাহর দুর্দান্ত গোলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলের রোমাঞ্চকর জয় নিশ্চিত করেছে লিভারপুল। এই পরাজয়ের ফলে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি, আর্সেনালের চাইতে চার পয়েন্ট পিছিয়ে গেলো।

খেলার প্রথমার্ধে, ম্যানইউর হাল্যন্ডের করা একটি শট ফিরিয়ে দেন লিভারপুলের গোলরক্ষক এডারসন। এডারসনের ফিরিয়ে দেয়া বলটি ফোডেন আরো একবার এগিয়ে দেন গোলবার এর দিকে। ফোডেনের এগিয়ে দেয়া বলটি লিভারপুলের রক্ষণভাগের খেলোয়ার গোমেজ এর পায়ে লেগে আত্মঘাতী গোল হয়ে যায়।পরে নাটকীয়ভাবে রেফারি টেইলর, ভার(ভিডিও এসিসট্যান্ট রেফারি) এর সহযোগীতায় হাল্যন্ডের ফাউল এর ব্যপারটি নিশ্চিত হন এবং গোলটি বাতিল করেন।

খেলার দ্বিতীয়ার্ধে লিভারপুলের গোলরক্ষক অ্যালিসনের লম্বা কিক থেকে সালাহর অসামান্য নিয়ন্ত্রণে পরাহত হন ম্যানসিটির ক্যানসেলো। দুর্দান্ত গতিতে গোলের দিকে এগোয় সালাহ; সঙ্গে লিভারপুল, বাঁ পা দিয়ে ’ওয়ান অন ওয়ান’ পরিস্থিতিতে অসাধারণ একটি গোল করেন মিশরীয় এ খেলোয়ার। গোল পরিশোধ করে সমতা আনার আপ্রাণ চেষ্টা করছিলো ম্যানসিটি, কিন্তু শেষ রক্ষা হয়নি,সালাহর দেয়া গোলটিই নিশ্চিত করে ম্যচটির ভাগ্য। ম্যানইউর কোচ পেপ গার্দিওলা ম্যাচ রেফারিং নিয়ে সমালোচনা করেন এবং একইসাথে অসন্তুষ্টি প্রকাশ করেন।এ হারই এবারের মৌসুমে প্রথম হার ম্যানচেস্টার সিটির।

এ খেলার পর ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি এবং ১৩ পয়েন্ট নিয়ে অষ্টমে লিভারপুল।


এ বিভাগের অন্যান্য সংবাদ