শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের চোখ আটকে আছে – ৩০৮! তিন পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান ড. ইউনূসের আগামী মঙ্গলবার নিউইয়র্ক যাবেন প্রধান উপদেষ্টা পূর্বাঞ্চলের বন্যায় ২০ কোটি টাকার ত্রাণ বিতরণ করেছে বিএনপি গাছ কাটা থেকে পরীক্ষা সবখানেই রূপার ভাগ রাঙামাটিতে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি ‘ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়ারা কোথায়’ বিএনপির ত্রাণ তহবিলে এখনও ৭ কোটি টাকা জমা রয়েছে : ডা. জাহিদ মাধ্যমিক পর্যায়ে এখনো ৩৩ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ছে! কার্যকর ব্যবস্থা না নিলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা: পুলিশ হেডকোয়ার্টার্স শামীম হত্যা: জাবির ৮ শিক্ষার্থীর নামে মামলা খাগড়াছড়িতে দুপক্ষের সংঘর্ষে নিহত ৩, ১৪৪ ধারা জারি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৪০

রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূমিকা রাখবে চীন

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ৭, ২০২২
রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূমিকা রাখবে চীন

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো এবং এই সমস্যার রাজনৈতিক সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে চীন। আজ রোববার (৭ই আগস্ট) ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এছাড়াও চীনে বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা আরও এক শতাংশ বাড়ানোর কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এক চীন নীতিতে বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান তিনি। বৈঠক শেষে এসব জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

দুইদিনের সফরে শনিবার (৬ই আগস্ট) ঢাকায় এসে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ রোববার (৭ই আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। সোনারগাও হোটেলে প্রায় দেড় ঘন্টার এ বৈঠকে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়।

পরে দুই পররাষ্ট্রমন্ত্রী উপস্থিতিতে চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এগুলো হলো, পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চায়না মৈত্রী সেতুর হস্তান্তর সনদ, দুর্যোগ মোকাবেলা সহায়তার জন্য পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারকের নবায়ন, পাঁচ বছর মেয়াদে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফির মধ্যে মেরিন সায়েন্স নিয়ে সমঝোতা স্মারক।

বৈঠকের বিষয় নিয়ে পরে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি জানান, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার কারণে দেশের নানা দুর্ভোগের কথা চীনের কাছে তুলে ধরে তাদের ফেরত পাঠাতে সহযোগিতা চাওয়া হয়েছে।

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চীন আগামী সেপ্টেম্বর মাস থেকে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা ৯৭ শতাংশ থেকে আরো এক শতাংশ বাড়াবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জানান, তাইওয়ানসহ সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতির নানা বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। এক চীন নীতিতে বাংলাদেশের অব্যাহত সমর্থনে কৃতজ্ঞতা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করেই চীনের পররাষ্ট্রমন্ত্রী গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগে সৌজন্যে সাক্ষাৎ করেন। এ সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাজে লাগিয়ে দু’দেশের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে চীনের উদ্দেশ ঢাকা ছাড়েন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।


এ বিভাগের অন্যান্য সংবাদ