মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে ভারতীয়রা পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে প্রজ্ঞাপন দুর্নীতি কমাতে ডিসিদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকারকেন্দ্রিক হওয়া উচিত নয়’ ‘জুলাই গণহত্যার কারিগরদের বিচার করতে পারলেই সফলতা আসবে’ ডিসিদের আওয়ামী আমলের মানসিকতা পরিহারের আহ্বান ট্রাইব্যুনালে আ.লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ আসামি সেনা প্রত্যাহারের চুক্তি ভঙ্গ, ইসরাইলকে হিজবুল্লাহর হুমকি দুই মাদ্রিদকে টপকে লা লিগার শীর্ষে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স ট্রফি: ফেভারিট পাকিস্তান-ভারত দুবাইয়ে ভারতের ক্যাম্প ছাড়লেন মরকেল কিয়েভকে বাদ দিয়ে চুক্তি নয়, ইউরোপীয় নেতাদের জরুরি বৈঠক ফিলিস্তিনি বসতিতেও অস্থিরতা ছড়াচ্ছে নেতানিয়াহু সরকার নির্বাচনের দাবিতে সোচ্চার হবে ছাত্রদের নতুন দল! ‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’

লজ্জার ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ

রিপোর্টারের নাম :
আপডেট : মে ২৭, ২০২২

একের পর এক উইকেট হারিয়ে ১৬৯ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ২৮ রানের লিড পেয়েছিল টাইগাররা। জয়ের জন্য শ্রীলঙ্কার বোর্ডে দরকার ছিল মাত্র ২৯ রান। কাজটা তাদের জন‌্য মামুলি বলার অপেক্ষা রাখে না। সেই জয়ের লক্ষ্যে নেমেই ৩ ওভারেই কোনো উইকেট না হারিয়ে ১০ উইকেট হাতে নিয়ে ১-০ তে জিতে যায় লঙ্কানরা।

এদিকে ২২ গজে সাকিব-লিটন জুটি খুব দারুণ ভাবেই শুরু করেছিলেন তাদের ইনিংস। কিন্তু লাঞ্চ বিরতির পর ভেঙ্গে যায় এ জুটি। লাঞ্চের পর নিজের খেলা দ্বিতীয় বলে ফিফটি তুলে নেন লিটন দাস। তবে ফিফটির পর টিকতে পারেননি আগের ম্যাচের এই সেঞ্চুরিয়ান। জুটির সেঞ্চুরি হওয়ার পরেই ফার্নান্দোকে ক্যাচ দিয়ে ফেরেন লিটন(৫২)। এদিকে সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টিকলেন না সাকিবও। আউট হলেন ৭২ বলে ৫৮ রান করে।

সাকিব সাজঘরে ফেরার পর মোসাদ্দেকের নতুন সঙ্গী হিসেবে মাঠে নেমেছিলেন তাইজুল। কিন্তু সেই জুটিও বেশিক্ষন টিকলো না। মোসাদ্দেককে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রমেশ মেন্ডিস। প্রথম ইনিংসে শূন্যের পর এই ইনিংসে সাত রান করেছেন তিনি। পরের ওভারেই পরপর দুই বলে তাইজুল ইসলাম ও খালেদ আহমেদকে আউট করে বাংলাদেশকে গুটিয়ে দেন আসিথা। এ নিয়ে মাত্র ১৩ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর: দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ২৯/০ (৩ ওভার)

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১৬৯/১০ (৫৫.৩ ওভার)

প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৫০৬/১০ (১৬৫.১ ওভার); লিড: ১৪১ রান

প্রথম ইনিংসে বাংলাদেশ- ৩৬৫/১০ (১১৬.২ ওভার) মুশফিক ১৭৫*।


এ বিভাগের অন্যান্য সংবাদ