শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

লড়াই করে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ওমান

স্পোর্টস ডেস্ক
আপডেট : জুন ৬, ২০২৪
লড়াই করে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ওমান

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়ের আগে বুক চিতিয়ে লড়াই করলো ওমান। ব্যাট হাতে তাণ্ডবের পর বল হাতেও দুর্দান্ত ছিলেন মার্কাস স্টয়নিস। তাই তো ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। এদিকে এ হারের ফলে টেবিলের নিচে নেমে গেল ওমান। বৃহস্পতিবার (৬ জুন) বার্বাডোজের ব্রিজটাউনে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়।

অজিদের বিপক্ষে মাঠে নামার আগে ওমানের অধিনায়ক জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভয়ডরহীন ক্রিকেট খেলতে চান তারা। তার কথার প্রতিফলন দেখা গেল ২২ গজে। অজিদের বিপক্ষে ওমান ভয়ডরহীন ক্রিকেট খেললেও শেষ পর্যন্ত পাত্তা পায়নি মিচেল মার্শের দলের কাছে। অজিদের দেয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান করে ওমান, ফলে অস্ট্রেলিয়া ম্যাচটি জিতে নেয় ৩৯ রানে।

অজিদের দেয়া লক্ষ্যমাত্রায় তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারায় ওমান। প্রথম ৬ ওভারে স্কোরবোর্ডে ৩০ রান যোগ করার আগেই সাজঘরে ফিরেন টপ অর্ডারের তিন ব্যাটার। দুই ওপেনারের পর আউট হন অধিনায়ক আকিব।

শুরুতে তিন উইকেট হারানো ওমান এরপর নিয়মিত বিরতীতে উইকেট হারিয়েছে। তবে দলীয় ৫৭ রানে ৬ উইকেট হারালেও অজিদের বিপক্ষে পুরো ২০ ওভারই ব্যাট করে ওমান। ২ চার আর ২ ছয়ে আয়ান খান ৩০ বলে ৩৬ রান করে ফেরার পর ১৬ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেছেন মেহরান খান।

তবে শুরুতে দ্রুত বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়া ওমান শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত থামতে হয়েছে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান করেই। ফলে ৩৯ রানের জয় পায় মিচেল মার্শের দল। অজিদের হয়ে স্টয়নিস ৩টি, স্টার্ক, এলিস ও জাম্পা ২টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ওমানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে অজিরা। দলীয় ১৯ রানের তারা হারায় ইনফর্ম ব্যাটার ট্রাভিস হেডকে। বিলাল খানের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। এরপর দলীয় রান যখন অর্ধশত পূরণ করে তখন বিদায় নেন অধিনায়ক মিচেল মার্শ। ২১ বল খেলে ১৪ রানে করেন তিনি।

মার্শের ফিরে যাওয়ার পরের বলেই মেহরান খানকে কাভার ড্রাইভ করতে গিয়ে আকিব ইলিয়াসের দুর্দান্ত ক্যাচে পরিণত হন গ্লেন ম্যাক্সওয়েল। তখন অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮.৩ ওভারে ৫০ রানের ৩ উইকেট।

সেখান থেকে দলের হাল ধরেন স্টয়নিস ও ওয়ার্নার। অভিজ্ঞ ওয়ার্নারের সঙ্গে বুঝেশুনে খেলে করেন ফিফটি। ওয়ার্নারও ফিফটির দেখা পেয়েছেন। স্টোয়নিস ৩৫ বলে দুই চার ও ৬ ছক্কার মারে অপরাজিত ছিলেন ৬৬ রানে। আর ওয়ার্নার ৫১ বলে ৫৬ রান করে আউট হন। এই দুইজন মিলে করেন ১০২ রানের জুটি। তাতে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাড়ায় ৫ উইকেটে ১৬৪ রান।

ওমানের হয়ে ৪ ওভারে ৩৮ রানে ২ উইকেট পেয়েছেন মেহরান খান। একটি করে উইকেট পেয়েছেন কলিমুল্লাহ ও বিলাল খান।


এ বিভাগের অন্যান্য সংবাদ