হারের মধ্যদিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে পথচলা শুরু করেছিল প্রথমবারের মতো খেলতে আসা উগান্ডা। কিন্তু দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়ে এক ঐতিহাসিক জয় তুলে নিয়েছে দলটি। বৃহস্পতিবার (৬ জুন) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
অন্যদিকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে আসা পাপুয়া নিউগিনি টানা দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ নিয়েছে। প্রথম ম্যাচে তারা হেরেছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটে।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা। উগান্ডার বোলিং তোপে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাপুয়া নিউগিনি। এরপর দলীয় সংগ্রহ ৫০ ছাড়ানোর আগেই একে একে বিদায় নেন পিএনজির ৫ ব্যাটার। দলীয় ৫১ রানে ৬ষ্ঠ উইকেটের পতন ঘটে।
শেষ পর্যন্ত উগান্ডার বোলারদের বোলিং তোপে ১৯.১ ওভার ব্যাট করে সব উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় পিএনজি। দলের হয়ে সর্বোচ্চ করেন হিরি হিরি। তিনি ১৯ বল খেলে করেন ১৫ রান। আর সিয়াকা ও ডোরিগা দু’জনই করেছেন ১২ রান।
উগান্ডার হয়ে সব বোলারই উইকেটের দেখা পেয়েছেন। জুমা মিয়াগি, আলপেশ রামজানি, কসমাস কায়েটা এবং ফ্রাঙ্ক সুবুগাও পেয়েছেন দুইটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা সুবিধার হয়নি উগান্ডারও। পিএনজির বোলারদের তোপে পড়ে দলীয় সংগ্রহ ২৬ রান পেরুতেই হারিয়ে বসে ৫ ব্যাটারকে। তবে ৬ষ্ঠ উইকেটে ৩৫ রানের জুটি গড়ে দলের সে ধাক্কা সামাল দেন রিয়াজাত আলী শাহ ও জুমা মিয়াগি। দলীয় ৬১ রানের সময় জুমা আউট হলে ভাঙে জুটি। এরপর জয় থেকে ২ রান দূরে থাকতে বিদায় নেন দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক রিয়াজাত আলী। তিনি ৫৬ বলে ৩৩ রান করেন।
এ জয়ের ফলে ২ পয়েন্ট নিয়ে উগান্ডা টেবিলের তিনে উঠে এলো। যদিও আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টও সমান ২ করে। তবে উগান্ডা একটি ম্যাচ বেশি খেলেছে।