‘লন্ডনের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার ও ইসি যৌথভাবে কাজ শুরু করবে’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৬:৪৯ অপরাহ্ণ, সোমবার, ১৬ জুন ২০২৫ ৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লন্ডনের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে কাজ শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এ প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ গণতান্ত্রিক পথে অগ্রসর হবে।’

সোমবার (১৬ জুন) নাগরিক ঐক্য আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও কল্যাণ রাষ্ট্রের বাজেট ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় বর্তমান বাজেট নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘এ বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ নেই। এটি জনগণের পক্ষে কথা বলে না, বরং এটি গণমুখী বাজেটও নয়। সরকার ১০ মাস সময় পেয়েও একটি গ্রহণযোগ্য ও বাস্তবভিত্তিক বাজেট দিতে ব্যর্থ হয়েছে।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘গত ১৬ বছরে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, তা মূলত জনগণের অর্থ। প্রতি বছর প্রায় ২ লাখ কোটি টাকা পাচার হয়েছে, যা দেশের বাজেটকে আরও সমৃদ্ধ করতে পারতো।’

তিনি বলেন, ‘ঋণনির্ভর বাজেটের পরিবর্তে আমাদের নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। সরকার জবাবদিহিতার বাইরে চলে গেছে। জ্বালানির আমদানি কমিয়ে দেশীয় জ্বালানি আহরণের উদ্যোগ নিতে হবে। আর তা সম্ভব একটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে।’

নিউজটি শেয়ার করুন

‘লন্ডনের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার ও ইসি যৌথভাবে কাজ শুরু করবে’

আপডেট সময় : ০৪:২৬:৪৯ অপরাহ্ণ, সোমবার, ১৬ জুন ২০২৫

লন্ডনের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে কাজ শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এ প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ গণতান্ত্রিক পথে অগ্রসর হবে।’

সোমবার (১৬ জুন) নাগরিক ঐক্য আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও কল্যাণ রাষ্ট্রের বাজেট ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় বর্তমান বাজেট নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘এ বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ নেই। এটি জনগণের পক্ষে কথা বলে না, বরং এটি গণমুখী বাজেটও নয়। সরকার ১০ মাস সময় পেয়েও একটি গ্রহণযোগ্য ও বাস্তবভিত্তিক বাজেট দিতে ব্যর্থ হয়েছে।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘গত ১৬ বছরে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, তা মূলত জনগণের অর্থ। প্রতি বছর প্রায় ২ লাখ কোটি টাকা পাচার হয়েছে, যা দেশের বাজেটকে আরও সমৃদ্ধ করতে পারতো।’

তিনি বলেন, ‘ঋণনির্ভর বাজেটের পরিবর্তে আমাদের নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। সরকার জবাবদিহিতার বাইরে চলে গেছে। জ্বালানির আমদানি কমিয়ে দেশীয় জ্বালানি আহরণের উদ্যোগ নিতে হবে। আর তা সম্ভব একটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে।’