ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (উয়েফা) পিএসজির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নালিশ করেছে স্প্যানিশ লা লিগা। দলবদলের বাজারে পিএসজির বিরুদ্ধে ‘অস্বচ্ছতার’ অভিযোগ এনেছে তারা।
যদিও লা লিগার সেই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত উয়েফার পক্ষ থেকে কিছুই জানায়নি। তবে অন্য এক ‘অপরাধে’ উয়েফার দেয়া শাস্তির মুখে পড়েছে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা।
গত চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে পিএসজি দ্বিতীয় লেগে ৬০ মিনিট পর্যন্ত অ্যাগ্রিগেটে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে যায়। গুরুত্বপূর্ণ ম্যাচটি শেষে রেফারির একটি সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রেফারিদের রুমে গিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন ক্লাবটির সভাপতি নাসের আল খেলাইফি ও তৎকালীন স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো।
আর এই ঘটনায় গত ২ জুন পিএসজিকে ১৬ হাজার ইউরো জরিমানা করেছিল এবং লিওনার্দোকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল উয়েফা। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল ফরাসি ক্লাবটি, তবে আজ (১৮ জুন) সেই আপিল প্রত্যাখ্যান করে শাস্তি বহাল রেখেছে উয়েফার আপিল কমিটি। যদিও আপিলে অর্থদণ্ড অর্ধেক কমিয়ে ৮ হাজার ইউরোতে নামিয়ে আনা হয়েছে।