চার ম্যাচ হাতে রেখেই লা লিগা শিরোপা ঘরে তুললো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে শনিবার স্পানিওলের বিপক্ষে এক পয়েন্ট নিতে পারলেই শিরোপা নিশ্চিত । তবে চার ম্যাচ অপেক্ষা না করে স্পানিওলের বিপক্ষে ৪-০ গোলের বিশাল জয়ে শিরোপা নিশ্চিত করে রিয়াল।
স্পানিওলকে উড়িয়েই শিরোপা উৎসবে মাতলো কার্লো আনচেলত্তির দল। সান্তিয়াগো বার্নাব্যুতে স্পানিওলকে ৪-০ ব্যবধানে রেকর্ড ৩৫ বারের মতো স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মিাদ্রিদ।
রিয়াল মাদ্রিদ ৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল নেয়। রিয়ালের সমান ৩৪ ম্যাচ খেলে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে সেভিয়া। রিয়াল লিগে এখন সব ম্যাচ হারলেও সেভিয়া তাদের সমান পয়েন্ট অর্জন করতে পারবে না। আর তিনে থাকা বার্সার পয়েন্ট ৩৩ ম্যাচে ৬৩। তাদেরও থাকার কোন সুযোগ নেই।
সান্তিয়াগো বার্নাব্যুর এই ম্যাচে করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়রকে বেঞ্চে রেখে শুরু করেছিলেন রিয়াল কোচ। কিন্তু তরুণ ব্রাজিলিয়ান রদ্রিগো গোয়েস তাদের অভাব বুঝতে দেননি। ম্যাচের ৩৩ মিনিটে দলকে প্রথম এবং ৪৩ মিনিটে দ্বিতীয় লিড এনে দেন। এরপর দ্বিতীয়ার্ধে গোল করেন মার্কো অ্যাসেনসিও। তিনি দলকে ৫৫ মিনিটে ৩-০ গোলে এগিয়ে নেন। বদলি নেমে ৮০ মিনিটে শেষ গোলটি করেন করিম বেনজেমা। তাকে গোলে সহায়তা দেন ভিনিসিয়াস।
এই নিয়ে লা লিগায় ৩৫তম শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে কিছুই জিততে পারেনি ব্লাঙ্কোসরা।
যদিও পুরো ম্যাচে জুড়ে আক্রমণে রিয়ালের থেকে অনেকটা এগিয়ে ছিল স্পানিওল। গোলটাই শুধু পায়নি। ম্যাচে মোট ২০টি শট নেয় তারা, যার ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১১ শটের ৫টি লক্ষ্যে রেখে চারটিতেই গোল আদায় করে নেয় রিয়াল মাদ্রিদ।