২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট লুট করার জন্যই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (০৬ই জুন) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, এই বাজেট লুট করার জন্য। তথাকথিত বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি। সাধারণ মানুষের উপর সমস্ত করের বোঝা চাপবে।
বিএনপি মহাসচিব বলেন, জনগণের জন্য কিছু নেই। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির জন্য এই বাজেট।
তিনি বলেন, মালয়শিয়া কর্মীরা যেতে পারেনি, এটি সরকারের ব্যর্থতার কারণে। জনগণের সরকার না হলে যা হবার তা হয়।