সবার শেষে বিশ্বকাপ মিশন শুরু করতে চলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রবল প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যারা দক্ষিণ আফ্রিকার কাছে উড়ে গেছে প্রথম ম্যাচে। লঙ্কানদের হারানোর সামর্থ্য আছে টাইগারদের দাবি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন করেছেন ক্রিকেটাররা। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শনিবার সকালে সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচ।
সবার পরে বিশ্বকাপ অভিযান শুরুর অপেক্ষায় বাংলাদেশ দল। আর শেষের অপেক্ষায় গ্র্যান্ড প্রেইরি। টুর্নামেন্ট শুরুর ছয় দিন আর ১১ ম্যাচ পেরিয়েছে। বাকি ১৯ দলের কেউ কেউ দুই ম্যাচও খেলেছে।
শেষে শুরু, তাই প্রস্তুতি হবার কথা ছিলো সেরা। কিন্তু আত্মবিশ্বাসের তলানীতে থেকে নিজেদের লুকিয়ে রাখার চেষ্টায় বাংলাদেশ দল।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, চিন্তা-ভাবনায় সবাই ভালো অবস্থানে আছে। মেন্টাললি সবাই ম্যাচটা খেলতে চায়। কালকে যেহেতু বিশ্বকাপের প্রথম ম্যাচ, তাই সবাই একটু নার্ভাস থাকবে এটাও সত্য। কিন্তু সেই জিনিসটা আমরা কিভাবে হ্যান্ডেল করছি সেটা জরুরি।
যদিও জয়ের ইচ্ছার কথা গোপন করেননি অধিনায়ক।বাংলাদেশ অধিনায়ক বলেন, সবাই দলকে জেতানোর জন্য প্রস্তুত এবং সবার মধ্যে সেই অ্যাবিলিটিটা আছে যে ১৫ জন এখানে আছে।
ম্যাচ ডে’র আগের দিন ঐচ্ছিক অনুশীলনে অধিনায়ক নিজে থাকলেও ছিলেন না একজন পেসার বা কোনো সিনিয়র ক্রিকেটার। ওপেনার তানজিদ তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, তানভীর ইসলামরা বিচ্ছিন্ন দল হয়ে মাসট্যাংস ক্রিকেট অ্যাকাডেমির ইনডোরে ঘাম ঝরিয়েছেন।
যেখানে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও অনুপস্থিত। ঐচ্ছিক অনুশীলনের সুযোগ নিয়ে ছুটি কাটিয়েছেন। কোচ নেই তাই ব্যাটিং কোচের ভূমিকায় স্পিন আর পেস বোলিং কোচ।
শ্রীলঙ্কা দল অবশ্য প্রচন্ড রোদে ঘাম ঝরিয়েছে মূল মাঠের পাশের নেটে। প্রথম ম্যাচ হারা হাসারাঙ্গা, পাথিরানা, কুশাল মেন্ডিস, ম্যাথুসরাও চাপে। তবে সেই চাপ ভুলতেই প্রানচঞ্চল লঙ্কান ক্রিকেটাররা।
শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলিনা কান্দাম্বি বলেন, শ্রীলঙ্কা সবসময় বাংলাদেশের সঙ্গে ভাল খেলে। শেষ সিরিজেও তাই হয়েছে। আমরা জানি বাংলাদেশের দুর্বলতা ও শক্তি। সেই অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি।
বাংলাদেশ-শ্রীলঙ্কা পরিসংখ্যানও তাই বলছে। দু’দল সমান ছয় ম্যাচ এ বছর জিতেছে, আরও এক জায়গায় মিল আছে। ব্যাটিং সমস্যা। বাংলাদেশের টপ অর্ডার রান পাচ্ছে না। লঙ্কানরাও ভুগছে রান ক্ষরায়। দু’দলের স্বস্তির নাম বোলিং।
নাজমুল হোসেন শান্ত আরও বলেন, এটা সত্য যে টপ অর্ডাররা ভালো করেনি বা ভালো খেলছে না। কালকে টোটাললি একটা নতুন দিন। প্র্যাকটিসে যার যে জায়গায় ভুল রয়েছে সেখানে শতভাগ দিচ্ছে।
বিশ্বকাপের দুই দেখায় অবশ্য বাংলাদেশের বিপক্ষে দুটিতেই জিতেছে লঙ্কানরা।