বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ গাজা যুদ্ধের ইতি টানার আহ্বান জানালেন কমলা পেজার বিস্ফোরণে আরো প্রকট হলো মধ্যপ্রাচ্য সংকট ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়তে ইসরায়েলকে সময় বেঁধে দিচ্ছে জাতিসংঘ ক্রোয়েশিয়ার জালে ব্রাজিলের ৮ গোল লিভারপুল, রিয়াল মাদ্রিদের জয় প্রতিপক্ষের জালে বায়ার্নের ৯ গোল সারা দেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, ভর্তি ৮৭২ অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : তারেক রহমান ফ্যাসিস্টের প্রেতাত্মারা চক্রান্ত করছে : মির্জা ফখরুল দুই বিলিয়ন ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের দেশের মোট রিজার্ভ ২৪.৩ বিলিয়ন মার্কিন ডলার ‘পরিকল্পনার কাজ শেষ, শিগগিরই শ্বেতপত্র লেখার কাজ শুরু করবে কমিটি’ ইসির নিবন্ধন পেল জোনায়েদ সাকির গণসংহতি

শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : আগস্ট ১৩, ২০২৪
শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

অন্তর্বর্তীকালীন সরকারের আরও এক উপদেষ্টা ফারুক-ই-আজম শপথ নিয়েছেন। আজ (মঙ্গলবার, ১৩ আগস্ট) বেলা ১১টায় বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে গত ৮ আগস্ট বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেদিন ১৬ উপদেষ্টার মধ্যে শপথ নেন ১৩ উপদেষ্টা। সুপ্রদিপ চাকমা, বিধান রঞ্জন রায় ও ফারুক-ই-আজম ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি।

এরপর গত রোববার (১১ আগস্ট) সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতির কাছে থেকে।

নতুন সরকারের ১৭ উপদেষ্টার মধ্যে শপথ নেয়ার বাকি ছিলেন মুক্তিযোদ্ধা বীরপ্রতীক ফারুক-ই-আজম। মঙ্গলবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই শপথ বাক্য পাঠ করান।

ধারাবাহিকতা অনুযায়ী জাতীয় সঙ্গীত ও কোরওয়ান তালাওতের মাধ্যমে শুরু হয় শপথ অনুষ্ঠান।

এসময় উপস্থিত ছিলেন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শপথ গ্রহণ শেষে নতুন শপথ নেয়া এই উপদেষ্টা জানান, যে প্রেক্ষাপটে এই সরকার তা পূরণ করতে তিনি কাজ করবেন। শপথ শেষ হলেও এখনও নতুন উপদেষ্টার জন্য কোন মন্ত্রণালয় বরাদ্দ তা এখনও চূড়ান্ত হয় নি।

এর আগে রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায়।

গত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে শপথ নেন অন্তর্বর্তী সরকারের আরও ১৩ উপদেষ্টা।

গত ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়।


এ বিভাগের অন্যান্য সংবাদ