শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কখনও রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না: আসিফ নজরুল ‘অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে’ আমিরাতে দুর্গাপূজার আয়োজনে বাঙালি হিন্দু কমিউনিটি শান্তিতে নোবেল পেল জাপানি প্রতিষ্ঠান নিহোন হিদাঙ্কিও স্বার্থান্বেষীদের ভূমিকা নিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান রিজভীর অতীতের গৌরব ফেরাতে সক্রিয় ছাত্রদল ডিমের মূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেটই মূল কারণ : প্রাণিসম্পদ উপদেষ্টা দীপ্ত টিভির সাংবাদিককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৫ দেশের বিভিন্ন মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত পাকিস্তানে কয়লা খনিতে সন্ত্রাসী হামলায় নিহত ২০ ফ্লোরিডায় হারিকেন মিলটনের আঘাতে ১৬ জনের মৃত্যু বৈরুতে ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন নিহত গাজায় ইসরায়েলি মেজরসহ ৩ সৈন্য নিহত চিলির মাঠে ব্রাজিলের কষ্টের জয় ভেনেজুয়েলার কাছে ধাক্কা খেল আর্জেন্টিনা

শাকিব খান বিবাহিত জেনেও কেন তারা বিয়ে করতে আসে: জায়েদ খান

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ১৩, ২০২২
শাকিব খান বিবাহিত জেনেও কেন তারা বিয়ে করতে আসে: জায়েদ খান

সম্প্রতি শাকিব খানকে নিয়ে নানা গুঞ্জনে তোলপাড় ঢালিউড পাড়া। যেন থামছেই না তাকে নিয়ে আলোচনা। এবার তাকে নিয়ে কথা বলেছেন অভিনেতা জায়েদ খান।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘এক শাকিব খানের দোষ দিয়ে আপনি কী করবেন? যে মেয়ে জানতেছে যে তার আরো দুইজন বউ আছে―কথার কথাই ধরে নিলাম, সে যদি তিন নম্বর-চার নম্বর বউ হতে চায়, সেটাও তার প্রবলেম। শাকিব খান বিবাহিত জেনেও কেন তারা বিয়ে করতে আসে।’

শিল্পীদের নানা বিষয় নিজেদের মধ্যে সমাধান করে নেওয়া উচিত বলেও মনে করেন জায়েদ খান। তিনি বলেন, ‘একজন শিল্পী যদি তৈরি হয়, সে তখন নিজের থাকে না, সে পাবলিক প্রোপার্টি হয়ে যায়। শিল্পীদের এই ব্যাপারগুলো দরজা আটকিয়ে বেডরুমের মধ্যেই শেষ হয়ে যাওয়া উচিত। সাংবাদিক পর্যন্ত আসা কখনোই উচিত না। এর চেয়ে অনেক বড় বড় ঘটনা ঘটেছে রাজ্জাক ভাইদের আমলে। আমি শুনেছি শিল্পী সমিতির সেক্রেটারি হওয়ার কারণে। রাজ্জাক ভাই-ফারুক ভাই, সোহেল রানা সাহেব, শাবানা আপাদের কেউ জানতো না। জানতেই দেয়নি সাংবাদিকদের। বাসাতেই শেষ করে দিয়েছে।’

এসবে শিল্পীদের সম্মান ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘এখন কিছু হলেই ফেসবুক স্ট্যাটাস, পেজে শেয়ার, এই সাংবাদিককে জানিয়ে, ওই সাংবাদিককে দিয়ে নিউজ করা। এই নিউজগুলোতে আল্টিমেটলি সাংবাদিকদের সম্পর্ক নষ্ট হচ্ছে। শিল্পীদের জায়গাটা নষ্ট হচ্ছে, শিল্পীরা বাসা ভাড়া নিতে গেলে বাসা ভাড়া পাচ্ছে না, সুন্দরী কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে পারছে না। পছন্দ করছে না, ভালো ফ্যামিলির মেয়েও দেবে না―এটা কনফার্ম থাকেন। ভালো মেয়েরা সিনেমায় আসবে না। আল্টিমেটলি এই ক্ষতিটা পুরো চলচ্চিত্রের ওপরে হচ্ছে।’

সকল শিল্পীর উদ্দেশে জায়েদ খান বলেন, ‘আমি শিল্পীদের প্রতিনিধি হিসেবে বলতে চাই, যেহেতু আমি শিল্পীদের প্রতিনিধিত্ব করি। শিল্পীদের জীবন নিয়ন্ত্রিত হওয়া উচিত। মানুষ জানানো উচিত না। বিতর্কিত ইস্যুগুলো ভেতরেই শেষ হয়ে যাওয়া উচিত। কারো ওয়াইফের সাথে বা তার প্রেমিকার সাথে মতবিরোধ হতেই পারে। তাকে ফোন করে ডেকে এনে রুমের মধ্যে এটা শেষ করে দেওয়া উচিত।’


এ বিভাগের অন্যান্য সংবাদ