বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচন কবে? মার্কিন সিনেটরকে যা বললেন প্রধান উপদেষ্টা ভারতে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ ইনকিলাব মঞ্চের দুই ছাত্র উপদেষ্টাসহ সরকারি দপ্তর থেকে ছাত্রদের পদত্যাগ দাবি সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্সের সৌজন্য সাক্ষাৎ নাঈমুল ইসলাম খানের ১৬৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ বাংলাদেশের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি: ধর্ম উপদেষ্টা দীর্ঘ প্রতীক্ষার পর চালু হলো যমুনা রেলসেতু তুলসির বক্তব্য আমেরিকা-বাংলাদেশ সম্পর্কে প্রভাবে ফেলবে না: অর্থ উপদেষ্টা শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা জব্দ ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান ‘ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেই হামলা চলছে, সমগ্র নরক ভেঙে পড়বে’ গাজায় নিহত ৩০০ ছাড়াল, হামলা চালিয়ে যাবে ইসরায়েল ট্রাম্পের ‘রেড লিস্টে’ ভুটান! নজরে পাকিস্তানও মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি ঘিরে বিক্ষোভ–সংঘর্ষ, কারফিউ জারি সামরিক খাতে যেভাবে বিস্ফোরণ ঘটাচ্ছে তুরস্ক

শাদে ২ মাসের বন্যায় ৩ লক্ষ ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত : জাতিসংঘ

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ২৫, ২০২২
Chad floods affect 340,000 people in two months: UN

শাদে প্রায় দুই মাসের প্রবল বর্ষণে ৩ লক্ষ ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বা তারা তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন। গত জুন মাসের শেষের দিক থেকে দেশটিতে এমন বর্ষণ শুরু হয়। খবর এএফপি’র।
জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ’র এক বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রতিক বর্ষণে শাদের ২৩ প্রদেশের ১১টিতে ৩ লক্ষ ৪১ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।’
শাদে অবস্থিত ওসিএইচএ দপ্তর এএফপি’কে বলেছে, এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতির মুখে তারা তাদের ‘ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন’ বা তাদের ‘সম্পদ হারিয়েছেন’।
গত সপ্তাহে ওসিএইচএ জানায়, জুন থেকে শাদে প্রবল বর্ষণ ও বন্যায় ২২ জন প্রাণ হারিয়েছেন।
এমন বর্ষণে রাজধানী এন’জামিনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শারি নদীর একেবারে কাছে রাজধানীর অবস্থান।
টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে নগরীটিতে প্রবল বর্ষণের পর এ মাসের গোড়ার দিকে পার্শ্ববর্তী অনেক এলাকায় বন্যা দেখা দেয়।
সংস্থাটি জানায়, গত বছর বন্যায় দেশটির প্রায় ২ লক্ষ ৫৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হন। ২০২০ সালে এ সংখ্যা ছিল ৩ লক্ষ ৮৮ হাজার।
জাতিসংঘ জানায়, গত বছর শাদের প্রায় ৫৫ লাখ মানুষের ‘জরুরি মানবিক সহায়তার’ প্রয়োজন হয়।


এ বিভাগের অন্যান্য সংবাদ