বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
রাজধানীর রামকৃষ্ণ মিশন মন্দিরে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন এই পূজাকে কেন্দ্র করে প্রথমে যে নাশকতার আশঙ্কা ছিল তা বাস্তবে নেই, শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে পূজা। যতো ছোটই হোক না কেন যেখানেই ঘটনা ঘটছে তাৎক্ষণিকভাবে সেটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিভিন্ন বাহিনীর মনিটরিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। গতকাল তাতি বাজারের ঘটনায়ও চাঁদাবাজ ও ছিনতাইকারীদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় যে ধরনের প্রচারণা চালানো হচ্ছে সব ফ্যাক্টচেক করে দেখা গেছে তার বেশিরভাগই গুজব ছিল। যেখানেই গুজব ছড়ানো হবে তাদের বিরুদ্ধে তথ্য দিলেই নেয়া হবে ব্যবস্থা।
তিন জানান দুর্গা পূজার পরে অপরাধীদের বিরুদ্ধে দেশব্যাপী সাড়াশি অভিযান চলবে বলে জানান আইজিপি।