পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছা বার্তায় সন্ত্রাসবাদমুক্ত, শান্তিপূর্ণ এলাকা গঠনের কথা বলেন তিনি।
সোমবার (১১ এপ্রিল) রাতে টুইট বার্তায় শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদি লেখেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য এইচ ই মিয়া মুহাম্মদ শেহবাজ শরিফকে অভিনন্দন। ভারত সন্ত্রাসমুক্ত একটি অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়, যাতে আমরা আমাদের উন্নয়নের চ্যালেঞ্জগুলোতে মনোযোগ দিতে পারি এবং আমাদের জনগণের মঙ্গল ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারি।’
এদিকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে শেহবাজ শরিফ তার প্রথম ভাষণে কাশ্মীরে ৩৭০ ধারা রদের কথা বলেন। তার মতে, কাশ্মীর আজ রক্তাক্ত। তাই আন্তর্জাতিক মহলে কাশ্মীর প্রসঙ্গ তোলার আগে, সব ধরনের কূটনৈতিক ও নীতিগত সমর্থন দেয়ার কথা বলেন নব নির্বাচিত পাকিস্তানি প্রধানমন্ত্রী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্তের দুই প্রান্তেই দারিদ্র্য আছে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষয়টি বোঝার জন্য বলব। জম্মু-কাশ্মীর সমস্যা সমাধানের জন্য আমি মোদিকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এবং তার পরে আমরা একযোগে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করব।
ইমরান খানের দল পিটিআই পার্লামেন্টে থেকে ওয়াক আউট করার পর ১৭৪ সদস্যের ভোটে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ। প্রধানমন্ত্রিত্ব নিশ্চিত হওয়ার পর ভাষণে শাহবাজ শরিফ বলেন, পাকিস্তানকে উন্নতি করতে হলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে।