বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচন কবে? মার্কিন সিনেটরকে যা বললেন প্রধান উপদেষ্টা ভারতে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ ইনকিলাব মঞ্চের দুই ছাত্র উপদেষ্টাসহ সরকারি দপ্তর থেকে ছাত্রদের পদত্যাগ দাবি সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্সের সৌজন্য সাক্ষাৎ নাঈমুল ইসলাম খানের ১৬৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ বাংলাদেশের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি: ধর্ম উপদেষ্টা দীর্ঘ প্রতীক্ষার পর চালু হলো যমুনা রেলসেতু তুলসির বক্তব্য আমেরিকা-বাংলাদেশ সম্পর্কে প্রভাবে ফেলবে না: অর্থ উপদেষ্টা শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা জব্দ ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান ‘ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেই হামলা চলছে, সমগ্র নরক ভেঙে পড়বে’ গাজায় নিহত ৩০০ ছাড়াল, হামলা চালিয়ে যাবে ইসরায়েল ট্রাম্পের ‘রেড লিস্টে’ ভুটান! নজরে পাকিস্তানও মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি ঘিরে বিক্ষোভ–সংঘর্ষ, কারফিউ জারি সামরিক খাতে যেভাবে বিস্ফোরণ ঘটাচ্ছে তুরস্ক

শাহবাজ সরকার কতদিন ক্ষমতায় থাকবে জানালেন জারদারি

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ২৮, ২০২২

পাকিস্তানের পরবর্তী জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে মুখ খুললেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সিনিয়র নেতা আসিফ আলি জারদারি।

দেশটির সাবেক এ প্রেসিডেন্ট বলেন, আগামী বছরের শেষ নাগাদ পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে পর্যন্ত বর্তমান সরকারই দেশের ক্ষমতায় থাকবে।

জিও নিউজের খবর অনুযায়ী, বুধবার পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রতিবেদন অনুযায়ী, আসিফ আলি জারদারি বলেন, বর্তমান সরকার ‘উত্তরাধিকার সূত্রে’ অনেক ভয়ঙ্কর চ্যালেঞ্জ পেয়েছে। জাতীয় অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। দেশ নানা সমস্যায় জর্জরিত, জনগণ মূল্যস্ফীতিতে অতিষ্ঠ এবং বিগত সরকার বৈদেশিক সম্পর্ক বিনষ্ট করেছে।

পাকিস্তানের সাবেক এ রাষ্ট্রপতি বলেন, এসব সমস্যা সমাধানে বর্তমান সরকারের অনেক কাজ করতে হবে। এ দুর্দশা থেকে দেশকে উদ্ধারে সরকার-জনগণ উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও তার ছেলেসহ কয়েকজনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা করা হবে বলে জানিয়েছেন লাহোরের একটি বিশেষ আদালত। এ বিষয়ে পরবর্তী সময় শুনানিতে তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

বুধবার পাকিস্তানের সংবাদপত্র ডনের খবরে বলা হয়েছে, আগামী ১৪ মে তাদের বিরুদ্ধে ১৬ বিলিয়ন রুপির মানি লন্ডারিং মামলা করা হবে।

আদালতের লিখিত আদেশে বলা হয়েছে- এটি স্পষ্ট করা হয়েছে যে, পরবর্তী শুনানিতে অভিযোগ গঠন করা হবে এবং সব অভিযুক্তকে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে হবে।


এ বিভাগের অন্যান্য সংবাদ