চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীকে ১ কেজি ২৪৫ গ্রাম স্বর্ণ ও ৯ কেজি সীসাসহ আটক করেছে বিমানবন্দর কাস্টম ও শুল্ক গোয়েন্দা। আজ বৃহস্পতিবার (১৬ই জুন) সকাল ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণের বার ও সীসা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির নাম মাসুদ রানা। তিনি জামালপুরের বাসিন্দা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম সুলতান মাহমুদ জানান, দুবাই থেকে এক যাত্রী লুকিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসছেন এমন গোপন সংবাদ আসে তাদের কাছে। এই তথ্যের ভিত্তিতে বিমান বাংলাদেশের বিজি-১৪৮ ফ্লাইট তল্লাশি করে এক যাত্রীর শরীর ও বিমানের সিটে রাখা অবস্থায় ১ কেজি ২৪৫ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়। এছাড়া তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৯ কেজি সীসা বার ও কয়েকটি মোবাইল জব্দ করা হয়েছে।