রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত, জানালেন অবসরপ্রাপ্ত সেনারা জাতীয় ঐক্যের ডাক দেশের রাজনীতিতে বড় উদাহরণ এক দল থেকে আরেক দলে ‘ডিগবাজি’ বন্ধে নীতিগত সিদ্ধান্ত সিরিয়ায় গৃহযুদ্ধে ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা সিরিয়ায় আরও এক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে সামরিক আইনের জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা পুতিনের ইসরায়েলের হামলায় গাজায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লীগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স ৮৬৬ ম্যাচ খেলে প্রথমবার ২ ম্যাচের নিষেধাজ্ঞা নয়ারের এমএলএস ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ মেসি সেভেন সিস্টার্স, হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত কেন ভারত? শীতের তাণ্ডব, তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে মুসলিম বলেই বসবাস করতে দেবেন না হিন্দুরা ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬

শিক্ষার্থীদের মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ফেব্রুয়ারি ৭, ২০২৪
শিক্ষার্থীদের মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে মাধ্যমিক পর্যায়সহ সকল স্তরে জাতীয়ভাবে খেলাধুলার আয়োজন করা হবে। এসময় বঙ্গব্ন্ধু পরিবার কতটা ক্রীড়া অনুরাগী, সেই স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

দেশীয় যেসব খেলা হারিয়ে যাচ্ছে সেগুলো সকল পর্যায়ে চর্চার মধ্যে রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, লেখাপড়ার পাশাপাশি লেখাধুলা-শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশু-কিশোরদের সুযোগ করে দিতে হবে। এতে সুষ্ঠু বিকাশের সাথে মন-মানসিকতার দিক থেকেও উদার হবে তারা।

খেলাধুলার উন্নয়নে বিভাগীয় পর্যায়ে বিকেএসপি সম্প্রসারণের কথাও বলেন প্রধানমন্ত্রী। আন্তঃ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলাধুলাকে গুরুত্ব দেয়ার কথাও বলেন তিনি।

উপজেলা পর্যায় পর্যন্ত স্টেডিয়াম নির্মাণসহ খেলাধুলার উন্নয়নে তার সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে হাডুডুর মত দেশের বিভিন্ন অঞ্চলে প্রচলিত নানা খেলা যেন হারিয়ে না যায় সেদিকেও দৃষ্টি দেয়ার কথা স্মরণ করিয়ে দেন সরকার প্রধান।

বক্তব্যের পর প্রধানমন্ত্রী শীতকালীন এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন। এসময় ভার্চুয়ালি যুক্ত প্রতিযোগীরা বেলুন ওড়ানোর মাধ্যমে চূড়ান্ত পর্ব শুরু করেন। এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ৮টি ডিসিপ্লিনে ৮২৪ জন অংশ নিচ্ছে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ