শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কখনও রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না: আসিফ নজরুল ‘অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে’ আমিরাতে দুর্গাপূজার আয়োজনে বাঙালি হিন্দু কমিউনিটি শান্তিতে নোবেল পেল জাপানি প্রতিষ্ঠান নিহোন হিদাঙ্কিও স্বার্থান্বেষীদের ভূমিকা নিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান রিজভীর অতীতের গৌরব ফেরাতে সক্রিয় ছাত্রদল ডিমের মূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেটই মূল কারণ : প্রাণিসম্পদ উপদেষ্টা দীপ্ত টিভির সাংবাদিককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৫ দেশের বিভিন্ন মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত পাকিস্তানে কয়লা খনিতে সন্ত্রাসী হামলায় নিহত ২০ ফ্লোরিডায় হারিকেন মিলটনের আঘাতে ১৬ জনের মৃত্যু বৈরুতে ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন নিহত গাজায় ইসরায়েলি মেজরসহ ৩ সৈন্য নিহত চিলির মাঠে ব্রাজিলের কষ্টের জয় ভেনেজুয়েলার কাছে ধাক্কা খেল আর্জেন্টিনা

শিক্ষিকার মৃত্যু: স্বামী মামুনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

নাটোর প্রতিনিধি
আপডেট : আগস্ট ১৫, ২০২২
শিক্ষিকার মৃত্যু: স্বামী মামুনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

নাটোরের আলোচিত সহকারী অধ্যাপক খায়রুন নাহারের মৃত্যু ঘটনায় ৫৪ ধারায় গ্রেফতার স্বামী কলেজ ছাত্র মামুন হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সেই সঙ্গে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সোমবার (১৫ আগস্ট) বিকালে এই নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোসলেম উদ্দীন।

এর আগে দুপুরের দিকে খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় স্বামী মামুন হোসেনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহম্মেদ জানান, গুরুদাসপুরের খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খায়রুন নাহার ও কলেজ ছাত্র মামুন দম্পতি গত চার মাস থেকে শহরের বলারিপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। গতকাল রবিবার সকালে সেই ভাড়া বাসা থেকে খায়রুন নাহারের মরদেহ উদ্ধার করে সুরৎহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়।

ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে গুরুদাসপুর উপজেলার স্থানীয় আবু বকর সিদ্দিকী কওমী মাদ্রাসা মাঠে জানাযা শেষে খামার নাচকৈড় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মামুন হোসেনকে আটক করে পুলিশ। পরে আজ সোমবার দুপুরে নাটোর থানা থেকে তাকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

খায়রুন নাহারের ময়না তদন্তের পর ভিসেরা রিপোর্ট এর জন্য আলামত ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান হাসপাতালের আবাসিক চিকিৎসক সামিউল ইসলাম শান্ত।


এ বিভাগের অন্যান্য সংবাদ