শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক জাদেজা-অশ্বিনের জুটিতে দিনের শেষটা নিজেদের করে নিলো ভারত চলতি অর্থবছরে ২ বিলিয়ন ডলার দিতে পারে বিশ্বব্যাংক মব জাস্টিসের নামে ‘পিটিয়ে হত্যা’ দুঃখজনক: স্বরাষ্ট্র উপদেষ্টা সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া সঠিক নয়: মির্জা ফখরুল ‘সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠানো হোক’ ডিসির কাছে জবাবদিহি করতে হবে সেনা কর্মকর্তাদের বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের শ্রীলঙ্কাকে ‘মোবাইল নাম্বার’ উপহার দিয়েছে বাংলাদেশ ফিফা র‌্যাঙ্কিংয়ে পয়েন্ট খোয়াল ব্রাজিল-আর্জেন্টিনা মেসির মায়ামিকে রুখে দিল আটলান্টা তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন, এগিয়ে বামপন্থী নেতা আমাজনের বেশিরভাগ নদীই মরুভূমি হবার পথে

শিনজো অ্যাবেকে হত্যায় শোকে স্তব্ধ জাপানিরা

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ৯, ২০২২
শিনজো অ্যাবেকে হত্যায় শোকে স্তব্ধ জাপানিরা

জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারার যেখানে শিনজো আবে গুলিবিদ্ধ হয়েছিলেন, সেখানে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শোকাহত জাপানিদের ঢল নেমেছে। আজও রক্তাক্ত সেই হত্যাকাণ্ডস্থলে শোকগ্রস্তদের স্রোত নেমেছে। “নারায় এমন ঘটনা ঘটায় আমি হতভম্ব,” ১০ বছর বয়সী ছেলেকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে এসে এমনটাই বলেছেন গৃহিনী, ৫০ বছর বয়সী নাতসুমি নিওয়া।

রক্ষণশীল রাজনীতিক, ‘আবেনোমিক্স’ নীতির কারিগর সাবেক প্রধানমন্ত্রী প্রায়ই জাপানকে ‘অনন্য সুন্দর দেশ’ বলতেন, যা নিওয়াকে অনুপ্রাণিত করেছে ছেলের নাম মাসাকুনি রাখতে। জাপানি ভাষায় ‘কুনি’ মানে ‘দেশ’।

শোকের মধ্যেই দেশটিতে পার্লামেন্টের উচ্চকক্ষের ভোটের শেষদিনের প্রচারণাও শুরু হয়েছে। আবে হত্যাকাণ্ড এই নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে এবং আবের অনুসারী ফুমিও কিশিদা নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকারকে বড় জয় এনে দেবে বলেই মনে করা হচ্ছে।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোরে নিহত রাজনীতিকের মরদেহ বহনকারী একটি গাড়ি হাসপাতাল ছেড়ে তাঁর বাসভবনের দিকে যাত্রা করে। এসময় শতাধিক লোক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অ্যাবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া অ্যাবের রাজনৈতিক দলের সদস্যরাও এতে অংশ নেন।

অ্যাবের স্মরণে আগামী সোমবার একটি জাগরণ অনুষ্ঠিত হবে, মঙ্গলবার আবের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এতে কেবল অ্যাবের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন বলে জাপানি মিডিয়া জানিয়েছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ