জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (৮ জুলাই) রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শোক প্রকাশের পাশাপাশি ‘নৃশংস এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা’ জানান।
এর আগে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ শিনজো আবে মারা যান। লিবারেল ডেমোক্রেটিক পার্টির একজন সিনিয়র কর্মকর্তা শিনজো আবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এনএইচকে জানিয়েছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারায় একটি সমাবেশে গুলিবিদ্ধ হন শিনজো আবে। জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের আসন্ন নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি। আবের বয়স হয়েছিল ৬৭ বছর।
ওই প্রচারণায় বক্তৃতা দেয়ার সময় অ্যাবের ওপর গুলি চালায় হামলাকারী। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়।
এদিকে হামলাকারী ৪১ বছর বয়সী ইয়ামাগামি তেতসুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নারা শহরের বাসিন্দা।