শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

শিরোপার আশা বাঁচিয়ে রাখলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক
আপডেট : মে ৬, ২০২৪
শিরোপার আশা বাঁচিয়ে রাখলো লিভারপুল

ঘরের মাঠে টটেনহামকে ৪-২ গোলে গুঁড়িয়ে শিরোপার ক্ষীণ আশা বাঁচিয়ে রেখেছে লিভারপুল। রবিবার এই জয়ে আর্সেনালের সঙ্গে পাঁচ ও ম্যানসিটির সঙ্গে চার পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে তিনে থাকা দলটি। লিগে আর্সেনাল ও লিভারপুলের দুটি করে, ম্যানসিটির তিনটি ম্যাচ বাকি।

গত সেপ্টেম্বরে টটেনহামের মাঠে মৌসুমে প্রথম হারের স্বাদ পেয়েছিলো লিভারপুল। সেদিন শেষ মুহূর্তের গোলে টটেনহাম ২-১-এ জিতেছিলো। তাই লিভারপুলের জন্য ফিরতি লেগ ছিলো প্রতিশোধের।

অ্যানফিল্ডে স্বাগতিকরাও আক্রমণে খেলা শুরু করে ১৬ মিনিটে এগিয়ে যায়। বাঁ-দিক থেকে ডাচ স্ট্রাইকার হাকপোর দূরের পোস্টে বাড়ানো ক্রসে হেডে লক্ষ্যভেদ মোহেমেদ সালাহ’র। চলতি লিগে মিশরীয় স্ট্রাইকারের ৩০ ম্যাচে গোল হলো ১৮টি। এই অর্ধের ৪৫ মিনিটে দ্বিতীয় গোল পায় লিভারপুল। সালাহ’র প্রচেষ্টা গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর ফিরতি বল কাছ থেকে জালে জড়ান অ্যান্ডি রবার্টসন।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় স্বাগতিকরা। এবার ইংলিশ মিডফিল্ডার হার্ভি এলিয়টের ক্রসে হেডে লক্ষ্যভেদ হাকপোর। ৯ মিনিট পর সালাহ’র পাস ধরে ২১ বছরের এলিয়ট স্কোরলাইন ৪-০ করেন। ৭২ ও ৭৭ মিনিটে টটেনহাম দুটি গোল শোধ দিয়ে হারের ব্যবধান কমায়। ৩৬ ম্যাচে লিভারপুলের ৭৮ পয়েন্টের বিপরীতে ৩৫ ম্যাচে ৬০ পয়েন্টে নিয়ে পাঁচে রয়েছে টটেনহাম।


এ বিভাগের অন্যান্য সংবাদ